প্রশ্নকারী : মুহাম্মদ শাহ আলম খান শাহীন
কাজীর পাগলা, লৌহজং, মুন্সীগঞ্জ
প্রশ্ন : আমার উপর নামায ফরজ হওয়ার পর থেকে অনেক ওয়াক্বতের নামায কাজা হয়ে গেছে। এমনকি জুমুআর নামাযও। এর মধ্যে কতদিনের কত ওয়াক্বতের নামায কাজা হয়েছে তা আমার জানা নেই; কিন্তু ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবেও নামায কাজা করে ফেলেছি। এখন উক্ত নামাযের আযাব থেকে পরিত্রাণের কোন ব্যবস্থা থাকলে জানিয়ে বাধিত করবেন।
উত্তর : বালেগ হওয়ার পর থেকে অর্থাৎ ১২ বৎসর থেকে এ যাবৎ যত বছরের নামায কাজা হয়েছে বিতরসহ দৈনিক ছয় ওয়াক্বত হিসাব করে মাসে (৩০x৬) ১৮০ ওয়াকৃত হিসেবে প্রত্যেক ওয়াক্বতের ফরয ও বিতরের নামায কাজার নিয়্যতে আদায় করবেন। দু'নিয়মে নিয়্যত করতে পারবেন -আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামায অথবা শেষ ফজরের ফরজ নামায কাজা করছি। অন্যান্য ওয়াক্বতও এভাবে নিয়্যত করবে। নিষিদ্ধ সময় অর্থাৎ সূর্যোদয়, সূর্য স্থির ও সূর্যাস্ত যাওয়ার সময় ব্যতীত অন্য সব সময় কাজা নামায আদায় করা যায়। আর লজ্জিত হয়ে আল্লাহর দরবারে বিশুদ্ধ অন্তকরণে তাওবা করবে, গুনাহ মাফ চাইবে; আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াময়।
(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৯১, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)।

একটি মন্তব্য পোস্ট করুন