হক্ব - বাতিলের পরিচয় ও ঈমান রক্ষা
আজ মুসলিম উম্মাহর মধ্যে আক্বীদাগত বিভক্তি তুঙ্গে। আলেম-ওলামাগণও বিভিন্ন আক্বীদায় বিভক্ত এবং নিজ নিজ আক্বীদার প্রচার-প্রসারে তৎপর। এমতাবস্থায় সাধারন মানুষ সঠিক-বেঠিক, সত্য-মিথ্যার আলোচনা- সমালোচনায় বিভ্রান্ত ও দিশেহারা। দ্বীনের সঠিক পথ বেছে নেওয়া সাধারন মুসলমানদের জন্য এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ সাড়ে চৌদ্দশত বৎসর যাবৎ মুসলিম উম্মাহ কোরআন, হাদীস, ইজমা, কেয়াসের ভিত্তিতে যে সকল আমল আক্বীদাকে হক্ব, জায়েয এবং সওয়াব-বরকতের কাজ হিসাবে গন্য করে আসছে, সেগুলির অনেক আমল-আক্বীদাকেই আজ কিছু আলেম-ওলামা বেদআত, হারাম, শিরক্, কুফর বলে ফতোয়া জারী করে তাদের নিজ ভ্রান্ত মতের পক্ষে জোর প্রচারনা চালাচ্ছে। শরিয়তের বিধি-বিধান অনুসারে প্রতিষ্ঠিত আমল যদি বেদআত হয়ে যায়, তবে এর বিপরীতে নব্য এই ফেৎনাবাজ ও ফতোয়াবাজদের আমল-আক্বীদা কেমন করে হক্ব হয়?
আমাদের ধর্মের মূল হলো ঈমান, আর ঈমানের মূল হলো আক্বীদা। আক্বীদা দুরস্ত না হলে ঈমান থাকবে না, আর ঈমানহীন লোক নাজাত পাবে না। যেমন একজন অমুসলিম লক্ষ কোটি টাকাও জনকল্যানে ব্যয় করলে তার জন্য পরকালীন কোন কল্যান নাই, তেমন একজন আক্বীদাভ্রষ্ট লোকের বেশুমার এবাদতও তার জন্য পরকালীন কোন উপকারে আসবে না।
বর্তমানে মুসলিম উম্মাহর মধ্যে যে আক্বীদাগত বিভক্তি পরিলক্ষিত হচ্ছে তার অধিকাংশই হুজুর পুরনূর (ﷺ)-এর শান-মান এবং আল্লাহ্ প্রদত্ত তাঁর বৈশিষ্ট সংক্রান্ত। ইবলিসও আল্লাহ্তে বিশ্বাসী এবং আল্লাহ্কে ভয় পায়। কিন্তুু তার অধপতনের কারন হলো আদম (عليه السلام) কে হিংসা ও অসম্মান করা। তেমনিভাবে বর্তমান যুগে ইসলামের মধ্যে যেসব “শয়তানের শিং” গজিয়েছে, তারাও কিন্তু আল্লাহ্কে মানে। তবে প্রিয় নবী (ﷺ)-এর বিষয় আসলেই তাদের যত জ্বালা-যন্ত্রনা। হুজুর (ﷺ)-কে মুখে স্বীকার করলেও তাঁর শান-মানকে খর্ব করার প্রচেষ্টায় তারা বিভোর। তারা হুজুর (ﷺ)-কে আমাদের মত মানুষ জ্ঞান করে এবং তাঁকে (ﷺ) সাধারন মানুষের কাতারে দাঁড় করানোর জন্য সদা সচেষ্ট।
তাই মুসলমানগনের জীবনের সব চাইতে মূল্যবান সম্পদ ‘‘ঈমান’’ বাঁচানোর জন্য এই সব পথভ্রষ্ট লোক ও তাদের দলসমূহের ভ্রান্ত আক্বীদা সম্বন্ধে স্পষ্ট ধারনা থাকা অত্যন্ত জরুরী। আর এই সব ভ্রান্ত আক্বীদার অনুসারীরাই হলো খারেজী সম্প্রদায় যাদের সাথে বর্তমান যুগের ওহাবী, তাবলীগী, জামাতী, দেওবন্দী / কওমী / হেফাজতী, সালাফী / আহলে-হাদীস / লা-মাযহাবী ইত্যাদি বাতিল ফিরকার সাথে আক্বীদাগতভাবে অনেক বিষয়ে পারস্পরিক মিল ও ঐক্য রয়েছে।
_________________
কিতাব : হক্ব-বাতিলের পরিচয় ও ঈমান রক্ষা
গ্রন্থনা ও সংকলনে:
ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন