ফোকাহাদের দৃষ্টিতে মহিলাদের কবর যিয়ারত (১)
ইসলামী শরিয়তের দৃষ্টিতে কিছু শর্ত সাপেক্ষে মহিলাদের কবর যিয়ারতের অনুমতি রয়েছে। ইসলামের প্রথম যুগে মহিলাদের জন্য কবর যিয়ারত নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী যুগে প্রিয় নবীজি (ﷺ) ও সাহাবায়ে কেরামের যুগেও মহিলারা কবর যিয়ারত করেছেন। তবে তাদের জন্য কিছু সতর্কতা ও হুশিয়ারী রয়েছে। যেমন নিচের দলিল গুলাে লক্ষ্য করুনঃ
ইমাম তিরমিজি رحمة الله এর অভিমত
وقد رأى بعض أهل العلم أين هذا كان قبل أن يتم النبي صلى الله عليه وكم في زيارة القبور ، فلا ص دخل في خصه الرجال والبناء . وقال بعضهمঃ إما كرة زيارة القبور للنساء لقلة صبره وكثرة جهن .
-”কেউ কেউ বর্ণনা করেছেন নিশ্চয় ইহা নবী করিম (ﷺ) এর কবর যিয়ারতের অনুমতি দানের পূর্বের। (আর) যখন অনুমতি দান করেছেন তখন পুরুষ মহিলা সকলেই এই অনুমতির অন্তর্ভূক্ত। কেউ কেউ বলেছেন মহিলাদের কবর যিয়ারত করা মাকরুহ, তাদের ধৈর্যের কমতি ও অতিরিক্ত বাড়াবাড়ির কারণে।”(তিরমিজি শরীফ, ১ ম জিঃ ২০৩-৪ পৃঃ)।
আল্লামা ইবনে নুযাইম মিছরী رحمة الله এর ফতোওয়া
و صرح في المجتى بها مندوبه وقيل تحترم على النساء والأصمم أن الرخصة ثابتة لهما
-”আর সু-স্পষ্ট দলিল বিদ্যমান রয়েছে যে, কবর যিয়ারত করা মুস্তাহাব। কেউ কেউ বলেছেনঃ মহিলাদের জন্য হারাম। আর বিশুদ্ধ মত হল নিশ্চয় মহিলাদেরও কবর যিয়ারতের অনুমতি রয়েছে।”(ফাতওয়ায়ে বাহরুর রায়েক্ব, ২য় খন্ড, ২১০ পৃঃ)।
আল্লামা শারাম্বলী হানাফী رحمة الله এর ফতোওয়া
والأصح أن الرخصة ثابتة للرجال والنساء فتندب لهن أيضا “على الأصح "
-”অধিক বিশুদ্ধ মত হল, পুরুষের জন্য কবর যিয়ারতের অনুমতি রয়েছে। আর বিশুদ্ধ মতে মহিলাদের কবর যিয়ারত মুস্তাহাব।”(মারাকিল ফালাহ, ১ ম খন্ড, ২২৯ পৃঃ)।
হানাফিদের আরেকটি দলিল
এ বিষয়ে হানাফী মাজহাবের আরাে উল্লেখযােগ্য দলিল নিচে দেওয়া হল,
وزيارة القبور مندوبة للرجال وقيل تحترم على النساء ، واضح أن الرخصة ابتة لهما
-”পুরুষ লােকের জন্য যিয়ারত করা মুস্তাহাব। কেউ কেউ বলেছেনঃ মহিলাদের জন্য হারাম। আর বিশুদ্ধ মত হল নিশ্চয় মহিলাদেরও কবর যিয়ারতের অনুমতি রয়েছে।”(দুরারুল হিকাম শরহে গুরারুল আহকাম, ১ ম খণ্ড, ১৬৮ পৃঃ)।
_______________
সহিহ হাদিসের আলােকে মাজার যিয়ারত পূজা নয় ও কদমবুছির সমাধান
গ্রন্থনায়ঃ মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন