কুরআনের আলোকে পথ প্রদর্শকের প্রয়োজনীয়তার দলীল

 

কুরআনের আলোকে পথ প্রদর্শকের প্রয়োজনীয়তার দলীল


১.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-

مَنْ يُضْلِلِ اللهُ فَلَا هَادِىَ لَهُ، وَيَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنِ-



        অর্থ : আল্লাহ্ যাদেরকে বিপদগামী করেন তাদের কোন হাদী (পথ প্রদর্শক) নেই, আর তাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উৎ-ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। ৮


➥৮. আল কুরআন : সূরা আ‘রাফ, ৭:১৮৬।



২.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلِ اللهُ فَمَا لَهُ، مِنْ هَادٍ-



        অর্থ : আর আল্লাহ্ যাকে বিভ্রান্ত করেন তার কোন হাদী (পথ প্রদর্শক) নাই। ৯


➥৯. আল কুরআন : সূরা আর-রা‘দ, ১৩:৩৩।



৩.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يَهْدِ اللهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُوْنِهِ-



        অর্থ : যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনই তাঁদেরকে ব্যতিত অন্য কাউকে তাদের আওলিয়া (অভিভাবক) পাবে না। ১০


➥১০. আল কুরআন : সূরা বনি ইসরাঈল, ১৭:৯৭।



৪.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ، وَلِيًّا مُرْشِدًا-



        অর্থ : এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনও তার কোন পথ প্রদর্শনকারী মুর্শিদ (অভিভাবক) পাবে না। ১১


➥১১. আল কুরআন : সূরা আল-কাহাফ, ১৮:১৭।



৫.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلِ اللهٌ لَهُ، فَمَا لَهُ، مِنْ هَادٍ-



        অর্থ : আল্লাহ্ যাকে বিভ্রান্ত করেন, তাহার কোন হাদী (পথপ্রদর্শক) নাই। ১২


➥১২. আল কুরআন : সূরা আয-যুমার, ৩৯:২৩।



৬.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلِ اللهٌ لَهُ، فَمَا لَهُ، مِنْ هَادٍ-



        অর্থ : আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন হাদী (পথ প্রদর্শক) নাই। ১৩


➥১৩. আল কুরআন : সূরা আয-যুমার, ৩৯:৩৬।



৭.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلِ اللهٌ لَهُ، فَمَا لَهُ، مِنْ هَادٍ-



        অর্থ : আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন হাদী (পথ প্রদর্শক) নাই। ১৪


➥১৪. আল কুরআন : সূরা আল-মু’মিন, ৪০:৩৩।



৮.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَنْ يُضْلِلِ اللهُ لَهُ، مِنْ وَلِىٍّ مِّنْ بَعْدِهِ-



        অর্থ : আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন তৎপর তার জন্য কোন অলী (অভিভাবক) নাই। ১৫


➥১৫. আল কুরআন : সূরা আশ-শুরা, ৪২:৪৪।



৯.        পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন-



وَمَا كَانَ لَهُمْ مِنْ أَوْلِيَاءَ يَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللهِ وَمَنْ يُضْلِلِ اللهُ فَمَا لَهُ، مِنْ سَبِيْلٍ-



        অর্থ : আল্লাহ্ ব্যতিত তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোন আউলিয়া (অভিভাবক) থাকবে না এবং আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন তার কোন গতি নাই। ১৬


➥১৬. আল কুরআন : সূরা আশ-শুরা, ৪২:৪৬।



        উপরোক্ত ৯টি আয়াত দ্বারা বুঝা গেল হাদী, আউলিয়া, অলী, মুর্শিদ এবং পীরের অবশ্যই প্রয়োজন আছে। অলীদের সোহবত হাসিল করলে, আনুগত্য করলে, সম্মান করলে, আল্লাহর যিকির হয়ে যায়, চিত্ত প্রশান্তি লাভ করে এবং নসীব বুলন্দ হয়। তাই আমাদের উচিত উপযুক্ত ‘হাদী’র সন্ধান করে তাঁর কাছ থেকে আল্লাহর পরিচয় লাভের পথ তথা তরীকতের দীক্ষা নেওয়া এবং তাঁর অনুসরণ করা।

_________________

কুরআন-হাদীসের আলোকে তরীকার প্রয়োজনীয়তা

গ্রন্থনা ও সংকলনেঃ

ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন