যিয়ারতের সময় সূরা ইয়াছিন বা কোরআন পাঠ করা (১)
ইমাম আবুশ শায়েখ ইস্পাহানী (رحمة الله), ইমাম জুরযানী (رحمة الله) ও ইমাম ইবনে আদী (رحمة الله) স্ব স্ব সনদে বর্ণনা করেছেন,
أخبرنا أبو القاسم عبد الرحمن بن أحمد الأكوان ، قال: أخبرنا أبو محمد عبد الله بن محمد بن جعفر بن حان ، قال: حدثنا أبو علي بن إبراهيم قال: حدنا أبو مسعود بن يزيد بن خالد ، قال: نا عمرو بن زياد القالى الخراسانی و بدنسابور ، قال: حدا يحيى بن سليمان ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، عن أبي بكر ، قال: سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: من زار قبر والديه في كل جمعة أو أحدهما ، فقرأ عندهما أو عنده پس ، غفر له يعدد گل آية أو حرف
-"হজরত আবু বকর সিদ্দিক (رضي الله عنه) বলেন, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: যারা প্রতি জুমার দিনে পিতা-মাতার কবর যিয়ারত করবে অথবা একজনের অত: পর তাদের কাছে কোরআন পাঠ করবে অথবা একজনের কাছে ইয়াছিন সূরা পাঠ করবে, এর প্রত্যেকটি আয়াত বা অক্ষরের পরিমাণ গােনাহ তার মাফ করে দেওয়া হবে।"
(ইমাম জুরযানী: তারতিবুল আমালী, হাদিস নং ২০০৪ ; ইমাম ইবনে আদীঃ আল কামিল, ৬ষ্ঠ খন্ড, ২৬০ পৃঃ; ইমাম আবুশ শায়েখ তাবাতুল মুহাদ্দেীন, ৩ য় খণ্ড, ৩৩১ পৃঃ ; আবুশ শায়েশঃ তারিখে ইসবাহান, ২ ঘণ্ড, ৩২৩ পূৃঃ; ইমাম আইনী: উমদাতুল ক্বারী শরহে বুখারী, ৩ য় খণ্ড, ১১৮: আল্লামা মানাভী: আত তানভীরর শরহে জামেউছ ছাগার, ২য় খন্ড হাদিস নং ৮৬৯৮; ইমাম মােল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১৬২২ নং হাদিসের ব্যাখ্যায়ঃ আল্লামা মানাভী: আত তাইজির শরহে জামেইছ ছাগীর, ২ য় খন্ড, ৪২০ পৃঃ ; আল্লামা মানাভী: ফায়জুল কানার, হাদিস নং ১২৩৮১ ; ইমাম ছিয়াতী: ফাতহুল কবীর, হাদিস নং ১১৮২০)
আল্লামা মানাভী (رحمة الله) হাদিসটিকে যঈফ বলেছেন।
(আল্লামা মানাভী; আত তাইছির বি'শরহে জামেইছ ছাগীর, ২ য় খণ্ড, ৪২০ পৃঃ)
কাজী শাওকানী ইহার সনদকে তার ‘ ফা ওয়াইদুল মাজমুয়া ' গ্রন্থের ২২ নং হাদিসের ব্যাখ্যায় যঈফ বলেছেন। আর সর্বসম্মতিক্রমে ফাজায়েলে ক্ষেত্রে এরূপ হাদিস গ্রহণযােগ্য।
_______________
সহিহ হাদিসের আলােকে মাজার যিয়ারত পূজা নয় ও কদমবুছির সমাধান
গ্রন্থনায়ঃ মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন