কুরআনের আলোকে পীর ধরার প্রত্যক্ষ দলিল
১. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ أَمَنُوْا اتَّقُوْا اللهَ وَابْتَغُوْا إِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهِ، لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ-
অর্থ : হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য লাভের উসিলা অন্বেষণ কর ও তাঁর পথে সংগ্রাম কর, যাতে তোমরা সফলকাম হতে পারো। ৩৫
➥৩৫. আল কুরআন : সূরা আল-মায়িদা, ৫:৩৫।
নোট: যদিও কেউ কেউ এই ওসীলাকে নেক আমল বলে, কিন্তু অধিকাংশের মতেই এই ওয়াসিলা হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিবর্গ তথায় আল্লাহর অলী বা পীর-মাশায়েখগণ।
২. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ أَمَنُوْا اتَّقُوْا اللهَ وَكُوْنُوْا مَعَ الصَادِقِيْنَ-
অর্থ : হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের অন্তর্ভূক্ত হও। ৩৬
➥৩৬. আল কুরআন : সূরা আত-তাওবা, ৯:১১৯।
নোট : সত্যবাদীতা (সিদ্ক) পাওয়া যায় একমাত্র সাহেবানে সিদ্কগণের অর্থাৎ অলী-পীরগণের নিকট হতে। তাই এহসান, এখলাস (বিশুদ্ধ নিয়ত) এবং সিদ্ক (সত্যবাদীতা) অর্জনের জন্য এবং আইনুল ইয়াকীন ও হাক্কুল ইয়াকীন হাসিলের জন্য অলীগণের সঙ্গী হওয়া অর্থাৎ গোলামী করা একান্ত অপরিহার্য।
৩. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
أَوْلَائِكَ الَّذِيْنِ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ إِلىَ رَبَّهِمُ الْوَسِيْلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهُ، وَيَخَافُوْنَ عَذَابَهُ، إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا-
অর্থ : তারা যাদেরকে আহবান করে তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উসিলা সন্ধান করে যে, তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে, তাঁর দয়া প্রত্যাশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে। ৩৭
➥৩৭. আল কুরআন : সূরা বনী ইসরাঈল, ১৭:৫৭।
নোট : উসিলার সন্ধান করা আল্লাহ্ কর্তৃক স্বীকৃত। আর এ আয়াত তারই প্রমাণ।
৪. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ أَمَنُوْا أَطِيْعُوْا اللهَ وَأَطِيْعُوْا الرَّسُوْلَ وَأُوْلِى الْأَمْرِ مِنْكُمْ-
অর্থ : হে মুমিনগণ! তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও উলিল আমরকে মান। ৩৮
➥৩৮. আল কুরআন : সূরা আন-নিসা, ৪:৫৯।
নোট:
(১) উলিল আমর হলেন- নায়েবে রাসূল, নবীর ওয়ারিশ, অলীয়ে কামেল এবং সাহেবে হুকুম তথা ন্যায় পরায়ন শাসক।
(২) ইমাম জাফর সাদেক (رحمة الله) বলেন, ‘হযরত আলী (رضي الله عنه) তাদের অন্তর্ভূক্ত।’
৫. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
فَسْئَلُوْا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ-
অর্থ : তোমরা যদি না জান তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর। ৩৯
➥৩৯. আল কুরআন : সূরা আল-আম্বিয়া, ২১:৭।
হযরত আলী (رضي الله عنه) বলেন, জ্ঞানীরা হলেন, ‘আহলে যিক্র’ অর্থাৎ অলীগণ।
৬. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
وَاَتَّبِعْ سَبِيْلَ مَنْ أَنَابَ أِلَىَّ-
অর্থ : যে বিশুদ্ধচিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন কর। ৪০
➥৪০. আল কুরআন : সূরা লোকমান, ৩১:১৫।
নোট : আল্লাহর অলীগণই প্রকৃতপক্ষে বিশুদ্ধচিত্তে আল্লাহর দিকে অগ্রসরমান।
৭. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
وَاَصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدَوَاةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهُ، وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ-
অর্থ : তোমরা অন্তরকে এমন লোকদের সংষ্পর্শে স্থিতিশীল রাখ যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সকাল-সন্ধ্যা তাঁকে ডাকে। আর তার দিক থেকে কখনো অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করো না। ৪১
➥৪১. আল কুরআন : সূরা কাহাফ, ১৮:২৮।
৮. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
كُنَّا طَرَائِقَ قِدَدًا-
অর্থ : ‘আমরা ছিলাম বিভিন্ন পথের (তরীকার) অনুসারী’ (জ্বীনদের উক্তি)। ৪২
➥৪২. আল কুরআন : সূরা জ্বীন, ৭২:১১।
وَأَلَّوِ اَسْتَقَامُوْا عَلىَ الطَّرِيْقَةِ لَأَ سْقَيْنَاهُمْ مَّاءً غَدَقًا-
অর্থ : তারা যদি সত্য পথে (তরীকতের পথে) প্রতিষ্ঠিত থাকতো (তবে) তাদেরকে আমি প্রচুর রহমত বর্ষনের মাধ্যমে সমৃদ্ধ করতাম (আল্লাহর উক্তি)। ৪৩
➥৪৩. আল কুরআন : সূরা জ্বীন, ৭২:১৬।
নোট : উপরোক্ত আয়াতদ্বয়ের বর্ণনা তো তরীকার প্রয়োজনীয়তার স্পষ্ট দলীল।
৯. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
اَتَّبِعُوْا مَنْ لَّا يَسْئَلُكُمْ أَجْرًا وَهُمْ مُّهْتَدُوْنَ-
অর্থ : অনুসরণ করো তাদের, যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। ৪৪
➥৪৪. আল কুরআন : সূরা ইয়াসীন, ৩৬:২১।
১০. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
صِرَاطَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ-
অর্থ : (আমাদেরকে তুমি) তাদের পথ (দান কর), যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ। ৪৫
➥৪৫. আল কুরআন : সূরা আল-ফাতিহা, ১:৬।
নোট:
(১) সূরা নিসার ৬৯নং আয়াত হতে জানা যায় যে, অনুগ্রহ প্রাপ্তরা হলেন- নবী, সিদ্দিক, শহীদ ও সোয়ালেহীনগণ।
(২) সূরা ফাতিহার মাধ্যমে আমরা এ অনুগ্রহ প্রাপ্তদের পথ পাওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর নিকট প্রার্থনা করি, অথচ বাস্তবে সেই অনুগ্রহ প্রাপ্ত সিদ্দিক ও সোয়ালেহীনদের অর্থাৎ অলী-পীরগণের কাছে যাই না- এ কেমন কথা।
_________________
কুরআন-হাদীসের আলোকে তরীকার প্রয়োজনীয়তা
গ্রন্থনা ও সংকলনেঃ
ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন