আজানে সুন্নাত সমূহের পরিচ্ছেদ
باب سنن الاذان
سنن الاذان نوعان –
(১) منها مايرجع الى نفس الاذان
(২) ومنها مايرجع الى المؤذن
(১) اما الذى يرجع الى نفس الاذان
فمنها ان ياتى بالاذان والاقامة جهرا ويرفع بهما صوته الاان الاقامة اخفض.
ومنها ان يفصل بين كلمتى الاذان بسكتة ولايفصل بين كلمتى الاقامة بل يجعلهما كلاما واحدا.
ومنها أن يُرسل فى الاذان ويحدر فى الاقامة .
ومنها ان يرتب بين كلمات الاذان والاقامة كما شرع .
ومنها ان يوالى ويتابع بين كلمات الاذان والاقامة حتى لوترك المةالات فالسنة ان يعيد الاذان .
ومنها ان ياتى بهما مستقبل القبلة الااذا انتهى الى ’’الصلوة‘‘ و الفلاح‘‘ يحول وجهه يمينا وشمالا ولايحوّل قدميه .
(২) واما الذى يرجع الى المؤذن
فينبغى ان يكون رجلا, عاقلا, بالغا, صالحا, تقيا, عالما بالسنة وباوقات الصلوات , مواظبا على ذالك .
فان اذان الصبى العاقل صحيح من غير كراهة – واما آذان المرأة فيكره بالاجماع – واما آذان الصبى الذى لايعقل فلايجوز ويعاد .
আজানের সুন্নাত সমূহ দু’প্রকার,
(১) যা আজানের সুন্নাত
(২) যা মুয়াজ্জিনের সুন্নাত
(১) আজানের সুন্নাত যেমন- আজান ও ইকামত উচ্চস্বরে বলা। উভয়টিতে আওয়াজকে বড় ও দীর্ঘ করে বলবে তবে ইকামতে আওয়াজ একটু ছোট করবে। আজানের শব্দদ্বয়ের মধ্যে পৃথক করে একটু বিরতি করে বলবে এবং ইকামতের শব্দদ্বয়ের মধ্যে পৃথক করবে না বরং শব্দাবলী মিলায়ে বলবে।
উহা হতে আজানের শব্দগুলো থেমে থেমে বলা এবং ইকামতের শব্দগুলো দ্রুত বলা।
উহা হতে আজান ও ইকামতের শব্দগুলো তারতীব অনুযায়ী যেভাবে শরীয়তে অনুমোদিত হয়েছে ঠিক সেভাবেই বলতে হবে; আগে পরে করা যাবে না।
উহা হতে আজান ও ইকামতের শব্দাবলী বিরতিহীনভাবে একের পর এক বলতে হবে এমনকি বিরতির সাথে বললে আজান পুনরায় দেয়া সুন্নাত।
উহা হতে আজান ও ইকামতের সময় কিবলামুখী হওয়া তবে হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ বলার সময় ডান ও বাম দিকে মুখমন্ডল ফিরাবে কিন্তু পা ফিরাবে না।
(২) মুয়াজ্জিনের সুন্নাত- মুয়াজ্জিন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক, জ্ঞান প্রাপ্ত বয়স্ক, পুণ্যবান, খোদাভীরু, সুন্নাত সম্পর্কে জ্ঞাত, ওয়াক্ত সম্পর্কে জ্ঞাত ও যথাযথ নামাজ আদায়কারী হওয়া উচিত। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান ছেলের আজান মাকরূহ বিহীন বৈধ। তবে মহিলার আজান সবাইর ঐক্যমতে মাকরূহ। অবুঝ শিশুর আজান অবৈধ; পুনর্বার দিতে হবে।
___________________
কিতাবঃ তরিকুস সালাত আ’লা ছাবিলিল ইজাজ বিল্-মাযহাবিল হানাফী
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)
অনুবাদক: মাওলানা ছালেহ আহমদ
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন