উম্মাতের আমল হুযূর (ﷺ)’র সামনে পেশ করা হয়

 

উম্মাতের আমল হুযূর (ﷺ)’র সামনে পেশ করা হয়ঃ-



❏হযরত আবু যার গিফারী (رضي الله عنه)’র থেকে বর্ণিত আছে, রাসূল (ﷺ) ইরশাদ করেন-



عُرِضَتْ عَلَيَّ أَعْمَالُ أُمَّتِي حَسَنُهَا وَسَيِّئُهَا



-‘‘আমার নিকট আমার উম্মাতের ভাল মন্দ আমল পেশ করা হয়।’’  ১৯৫


{১৯৫. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৫৪ পৃ. হা/২৩৮২, পরিচ্ছেদ: بَابُ مِنْ فَضَائِلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ , ইমাম বুখারী, আস-সহীহ, ৫/৫৭পৃ: হা/৩৯০৪, খতিব তিবরিযি, মিশকাত, ৩/১৬৭৯ পৃ. হা/৫৯৫৭}



আক্বিদা


রাসূলে পাক (ﷺ)’র নিকট উম্মাতের ভাল মন্দের আমল পেশ করা হয় আর তিনি তাদেরকে চেনেন।



কিয়ামত পর্যন্ত যা হবে সব বলে দেয়াঃ-


হযরত আবু যর গিফারী (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এক বিশাল খুতবাতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু সে খুতবায় বললেন। তিনি আরও বলেন-



لَقَدْ تَرَكْنَا رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمَا يُحَرِّكُ طَائِرٌ جَنَاحَيْهِ فِي السَّمَاءِ إِلَّا ذَكَّرَنَا مِنْهُ عِلْمًا



-‘‘হুযুর আলাইহিস সালাম আমাদেরকে এমনভাবে অবহিত করেছেন যে, একটা পাখীর পালক নাড়ার কথা পর্যন্ত তাঁর বর্ণনা থেকে বাদ পড়েনি।’’ ১৯৬


{১৯৬. ইমাম আহমদ ইবনে হাম্বল, আল-মুসনাদঃ ৫/১৫৩ পৃ. হাদিস/২১৩৯৯, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল-মুসনাদঃ ৩৫/৩৪৬পৃ., হা/২১৪৩৯, ইমাম তাবরানী, মু’জামুল কাবীর, ২/১৫৫ হাদিস/১৬৪৭, ইমাম আবু ই’য়ালা, আল-মুসনাদ, ৯/৪৬ হাদিস/৫১০৯, ইমাম বায্যার, আল-মুসনাদ, ৯/৩৪১ পৃ., হাদিস/৩৮৯৭, ইমাম আবু দাউদ তায়লসী, আল-মুসনাদ, ১/৩৮৫পৃ., হা/৪৮১) শায়খ হুসাইন সালেম আসাদ মুসনাদে আবি ই‘য়ালার তাহকীক করতে গিয়ে এ হাদিসের তাহকীকে বলেন- إسناده صحيح -‘‘এ হাদিসের সনদটি সহীহ।’’ (দারুল মামুন লিলতুরাস, দামেস্ক, সিরিয়া হতে প্রকাশিত।)}



আক্বিদা


উক্ত সাহাবী হযরত আবূ যার গিফারী (রাদিআল্লাহু আনহু) বর্ণনা থেকে বুঝা গেল আল্লাহর নাবী (ﷺ) এক বক্তব্যে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু তিনি বলে দিয়েছেন, আর এটি দয়াল নবীজির বড় একটি মু‘জিযা। তাঁর জন্য মহান রব দীর্ঘ সময়কে সংকচিত করে দিয়েছেন এবং তাকে অধিক পরিমানে ইলমে গায়ব দান করেছেন। ১৯৭


{১৯৭. সম্পাদক কর্তৃক সংযোজিত।}

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন