মিশর বিজয়ের সংবাদ

 

মিশর বিজয়ের সংবাদঃ-



❏হযরত আবু যার গিফারী (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন যে,



إِنَّكُمْ سَتَفْتَحُونَ مِصْرَ



‘তোমরা মিশর জয় করবে।’ আর মিশর এমন শহর যার মধ্যে ক্বিরাতের মুদ্রার প্রচলন রয়েছে। তোমরা মিশর জয় করবে এর বাদশাদের সাথে সুন্দর আচরণ করবে।  ১৯৪


{১৯৪. সহীহ মুসলিম শরীফ, ৪/১৯৭০পৃ: হা/২৫৪৩, পরিচ্ছেদ: بَابُ وَصِيَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَهْلِ مِصْرَ , খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৬২ পৃ:, হা/৫৯১৬, ইমাম আহমদ, আল-মুসনাদ, ৩৫/৪০৯ পৃ. হা/২১৫২০, ইবনে আছির, জামেউল উসূল, ৬/৪৯১ পৃ. হা/৪৭০২, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১১/৩৬৮ পৃ. হা/৩১৭৬৭}



আক্বিদা


রাসূলে কারিম (ﷺ) তাঁর সাহাবাদেরকে অদূর ভবিষ্যতে নির্ধারিত সংঘটিতব্য ঘটনার বিবরণ ও অবস্থা সম্পর্র্কে সংবাদ দিয়েছেন।


কিন্তু সাহাবায়ে কিরাম (رضي الله عنه) রাসূল (ﷺ)’র পবিত্র দরবারে এই প্রশ্ন করেননি যে, “আপনি কিভাবে ভবিষ্যতের সংবাদ দিচ্ছেন?” অথচ আল্লাহর বাণী হচ্ছে, “আগামীকাল কি সংঘঠিত হবে, তা আমি ছাড়া কেউ জানেন না।” সাহাবায়ে কিরামগণ তো পবিত্র কুরআন সম্পর্কে অধিক জানতেন।


সাহাবায়ে কিরামের আক্বিদা ছিল যে, আল্লাহ তা‘আলা যে জ্ঞানের কথা বলেছেন তা হল জাতি বা সত্তাগত ইল্ম যা, আমি ছাড়া আর কেউ জানেন না যে, আগামীকাল কি হবে।


আমরা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আক্বিদাও সেটি যা সাহাবায়ে কিরাম (رضي الله عنه)’র আক্বিদা, যে নাবী কারিম (ﷺ)’র ইলম হল আতা‘ঈ বা দানকৃত জাতি বা সত্তাগত নয়।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন