রাসূল (ﷺ) এমন কিছু দেখতেন, শুনতেন যা সাহাবায়ে কিরাম দেখেননি এবং শুনেনি

 

রাসূল (ﷺ) এমন কিছু দেখতেন, শুনতেন যা সাহাবায়ে কিরাম দেখেননি এবং শুনেনিঃ-



❏ইমাম তিরমিযি ও ইবনে মাযাহ (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-



عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ، وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ،



-“হযরত আবু যার গিফারী (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেছেন, আমি যা দেখি তোমরা তা দেখনা এবং আমি যা শুনি তোমরা তা শুননা।”  ১৯৮


{১৯৮. মুসনাদে আহমদ, হা/২১৫১৬; সুনানে ইবনে মাজাহ, হা/৪১৯০; তিরমিজি শরীফ, হা/২৩১২; ইমাম হাকিম, আল-মুস্তাদরাক, হা/৩৮৮৩; ইমাম আবু নুয়াইম: হিলইয়াতুল আউলিয়া, ২/২৩৬ পৃ:; ইমাম বায়হাক্বী, শুয়াইবুল ঈমান, হা/৭৬৪; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হা/৪১৭২; মুসনাদে বায্যার, হাদিস নং ৩৯২৫; বায়হাক্বী, আস-সুনানুল কোবরা, হা/১৩৩৩৭; ইবনে আছির, জামেউল উছুল, হাদিস নং ১৯৮৫; ইমাম মিয্যী, তুহফাতুল আশরাফ, হা/১১৯৮৬; শায়খ ইউসুফ নাবহানী: ফাতহুল কাবীর, হা/৪৫১৭; জামেউল ফাওয়াইদ, হাদিস নং ৯৬৬০, ইমাম হাকিম নিশাপুরী (رحمة الله) হাদিসটিকে ‘সহীহ্’ বলেছেন। ইমাম তিরমিযি (رحمة الله) হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। এমনকি স্বয়ং নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে ‘হাসান’ বলেছেন (সহীহ্ জামেউস সগীর ওয়া যিয়াদা, হা/১১২৭)।}



❏ইমাম তিরমিজি (رحمة الله) বলেছেন-



وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَنَسٍ.



-“এ বিষয়ে হযরত আবু হুরায়রা (رضي الله عنه), আয়েশা (رضي الله عنه), ইবনে আব্বাস (رضي الله عنه) এবং আনাস (رضي الله عنه) থেকেও হাদিস বর্ণিত আছে।”


(সুনানে তিরমিজি, হাদিস নং ২৩১২)।



আক্বিদা


অতএব, সাহাবায়ে কিরাম এমন অনেক কিছু দেখেননা ও শুনেননা তা প্রিয় নবীজি (ﷺ) তা দেখতে পান এবং শুনতে পান। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, সৃষ্টি জগতের সকল কিছু রাসূল (ﷺ) দেখেন ও শুনেন। ১৯৯


{১৯৯. সম্পাদক কর্তৃক সংযোজিত।}

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন