আকিকা করা হানাফি মাযহাব মতে মুস্তাহাব। সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিনে তার নাম রাখবে এবং আকিকা করবে। এর দ্বারা শিশুর বিভিন্ন বালা-মুসিবত দূর হয়ে যায়।
সপ্তম দিনের পূর্বে নাম রাখাও জায়িয। আকিকা সপ্তম দিনে না করতে পারলে পরে যখনই সামর্থ্য হয় করে নেয়া জায়িয।
কুরবানির পশুর জন্য যে শর্ত রয়েছে আকিকার জন্যও তাই প্রজোয্য। যে পশুর দ্বারা কুরবানি জায়িয নয়, সে পশু দ্বারা আকিকাও জায়িয নয়।
কুরবানির পশুর সাথে আকিকার অংশিদারও হতে পারবে।
আকিকার গোশত পিতা-মাতা সকলেই খেতে পারবে। এমনকি যার আকিকা হয় সে যদি খাওয়ার উপযুক্ততা রাখে, সে নিজেও খেতে পারবে।
আকিকার পশুর চামড়ার হুকুম কুরবানির পশুর চামড়ার হুকুমের মতই।
মৃত বাচ্চার আকিকা করা জরুরি নয়। এমনিভাবে জীবিত ভূমিষ্ট হওয়ার পর মারা গেলেও জরুরি নয়।
আকিকার নিয়ম হলো, ছেলে হলে দু’টি বকরি বা দু’টি ভেড়া এবং মেয়ে হলে একটি বকরি বা একটি ভেড়া জবাই করবে এবং শিশুর মাথা মুন্ডন করবে। আর চুলের সমপরিমাণ স্বর্ণ্য বা রৌপ্য দান করবে। আর গরু, উট বা এ জাতীয় পশু দিয়ে করলে ছেলে হলে দু’ভাগ এবং মেয়ে হলে একভাগ আকিকা করবে। অবশ্যই ছেলের জন্য একভাগ দিলেও আদায় হয়ে যাবে।
আকিকার জন্তু জবাই করার সময় নিম্নের দু‘আ পড়বে:
اَللّٰهُمَّ هٰذِهِ عَقِيْقَةُ اِبْنِ فُلَانٍ دَمُهَا بِدَمِهِ وَلَحْمُهَا بِلَحْمِهِ وَجِلْدُهَا بِجِلْدِهِ وَشَعْرُهَا بِشَعْرِهِ – اَللّٰهُمَّ اجْعَلْهَا فِدَاءً لِّاِبْنِيْ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লা-হুম্মা হা-যিহী ‘আক্বীক্বাতু ইবনি ফুলা-নিন্ দামুহা- বিদামিহী ওয়া লাহমুহা- বিলাহমিহী ওয়া জিলদুহা- বিজিলদিহী ওয়া শা‘রুহা- বিশা‘রিহী। আল্লা-হুম্মাজ‘আলহা- ফিদা----আল্ লিইবনী মিনান্না---র।
اِبْنِ فُلَانٍ (ইবনি ফুলা-নিন) এর স্থানে ছেলের নাম ও পিতার নাম বলবে অতঃপর নিম্নোক্ত দু‘আটি পড়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করবে। দু‘আটি হলো:
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمٰوَاتِ وَالْأَرْضَ حَنِيْفًا وَّمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ إنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ لَا شَرِيْكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِيْنَ – اَللّٰهُمَّ مِنْكَ وَلَكَ
উচ্চারণ: ইন্নী ওয়াজ্জাহতু ওযাজহিয়া লিল্লাযী ফাতারাস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বা হানীফাও ওয়ামা আনা- মিনাল্ মুশরিকীন। ইন্না ছলা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন। লা-শারীকা লাহূ ওয়া বিযা-লিকা উমিরতু ওয়া আনা- মিনাল্ মুসলিমীন। আল্লা-হুম্মা মিনকা ওয়া লাক।
وَصَلَّي اللّٰهُ تَعَالٰي عَلٰي خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন