❏ প্রশ্ন : রাসূল (ﷺ) এর জন্ম রবিউল আওয়াল মাসের ৯ তারিখ নাকি ১২ হয়েছে? অনেকে বলে ৯ তারিখে হয়েছে।
✍ জবাব : حامدا ومصليا ومسلما শরীয়াতের বহু বিষয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে এর মধ্যে সহীহ ও নির্ভযোগ্য জামহুর ওলামায়ে কেরামের উক্তিই গ্রহণযোগ্য। রাসূল (ﷺ) এর জন্মের ক্ষেত্রে সাতটি উক্তি আছে। ২ রবিউল আওয়াল, ৮ রবিউল আওয়াল, ১০ রবিউল আওয়াল, ৭ রবিউল আওয়াল, ১২ রবিউল আওয়াল, ১৮ রবিউল আওয়াল, ২২ রবিউল আওয়াল। তবে এর মধ্যে ১২ রবিউল আওয়াল উক্তিটি সহীহ ও গ্রহণযোগ্য। ৯ রবিউল আওয়ালের কথা কোনো নির্ভরযোগ্য কিতাবে আমার দৃষ্টিগোচর হয়নি। (মুফতীয়ে হিন্দ জালালুদ্দীন আহমদ আল আমজাদী, ফাতাওয়া ফয়েযুর রাসূল : ১/২৫২)।
❏ প্রশ্ন : রাসূল (ﷺ) এর মে‘রাজ করানোর উদ্দেশ্য কী?
✍ জবাব : রাসূল (ﷺ) এর মে‘রাজ করানোর উদ্দেশ্য হলো, সারা দুনিয়ার ঈমান থেকে রাসূল (ﷺ) এর ঈমান ভিন্ন হয়ে যাবে। আল্লাহ তা‘আলাকে রাসূল (ﷺ) ছাড়া কোনো ফেরেশতাও দেখেনি, কোনো নবীও দেখেনি। এই এক সত্তাকে এই এক ব্যক্তি দেখেছে। ঈমান শব্দ একটি। তবে এর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যে জিনিস রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ঈমান সে জিনিস আমাদের জন্য সরাসরি কুফর। রাসূল (ﷺ) এর কালিমা ছিলো, لا إله الا الله أني رسول الله তার আযান ছিলো, أشهد أني رسوالله তার দুরূদ ছিলো, صلى الله علي وعلى الي و أصحابي আমরা এমন বললে কাফের হয়ে যাবো।
______________
ফতোয়ায়ে আজিজিয়া (১ম খন্ড) [অসম্পূর্ণ]
মূলঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন