দুধ বমি করে দিলেন


একবার আমীরুল মুমীনীন হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দীক (رضي الله عنه) এর গােলাম তাঁর (رضي الله عنه)  খিদমতে দুধ নিয়ে আসল। তিনি তা পান করে নিলেন। গােলাম বলল: আমি পূর্বে যখনই কোন কিছু আপনার নিকট পেশ করতাম তখন আপনি (رضي الله عنه) সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু এ দুধের ব্যাপারে আপনি কিছু জিজ্ঞাসা করলেন না। এটা শুনে তিনি (رضي الله عنه) জিজ্ঞাসা করলেন: এ দুধ কেমন? গােলাম বলল যে, আমি অন্ধকার যুগে এক অসুস্থ ব্যক্তির উপর মন্ত্র পড়ে ফুঁক দিয়েছিলাম, যার বিনিময়ে আজকে সে এ দুধ প্রদান করেছে। হযরত সায়্যিদুনা সিদ্দীকে আকবর (رضي الله عنه) এ কথা শুনার সাথে সাথে নিজের কণ্ঠ নালীতে আঙ্গুল দিয়ে ঐ দুধ পেট থেকে বের করে দিলেন। অতঃপর খুবই বিনয় সহকারে দরবারে ইলাহীতে আরয করলেন: “ইয়া আল্লাহ্! যা করা আমার পক্ষে সম্ভব ছিল তা আমি করেছি। আর এটার সামান্য পরিমাণ অনেক ক্ষুদ্র অংশ যা রগের মধ্যে রয়ে গেছে তা ক্ষমা করে দাও।' (মিনহাজুল আবেদীন, ৯৭ পৃষ্ঠা)


আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক আর তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।


প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেনতাে হযরত সায়্যিদুনা সিদ্দিকে আকবর (رضي الله عنه) কিরূপ উচ্চ পর্যায়ের মুত্তাকী ছিলেন।কাফিরেরা কুফরী বাক্য পাঠ করে অসুস্থ ব্যক্তিদের ঝাড়-ফুঁক করে থাকে। অন্ধকার যুগেও এরকম করা হত। এ গােলাম যেহেতু অন্ধকার যুগে ফুঁক মারার কাজ করেছিল, সে কুফরি মন্ত্র পাঠ করে ফুঁক দিয়েছে হয়তাে, এ ভয়ে সেটার বিনিময়ে অর্জিত দুধ সায়্যিদুনা সিদ্দীকে আকবর (رضي الله عنه) বমি করে বের করে দিলেন।



ইয়াকিনান মান্বয়ে খওফে খােদা সিদ্দিকে আকবর হে,


হাকিকি আশিকে খায়রুল ওরা সিদ্দিকে আকবর হে।


নিহায়েত মুত্তাকী ও পারসা সিদ্দিকে আকবর হে,


তাকি হে বলকে শাহে আতকিয়া সিদ্দিকে আকবর হে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন