দরিদ্র বলতে কোন ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। যদি সে কুরবানির নিয়্যত বা মান্নত না করে, অথবা কুরবানির নিয়্যতে পশু ক্রয় না করে, তাহলে তার উপর কুরবানি করা নফল হবে।
৫২ - ফাতাওয়ায়ে আলমগীরী, বাহারে শরীয়ত।
তবে, কুরবানি ওয়াজিব নয় এমন গরিব ব্যক্তি কুরবানির নিয়্যত বা মান্নত করলে বা কুরবানির নিয়্যতে পশু ক্রয় করলে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন