যেটি চাও জিজ্ঞাসা করো-
সায়্যিদুনা হযরত আনাস (رضي الله عنه) বর্ণনা করেন, সূর্য ঢলে যাওয়ার পর রাসূল (ﷺ) তাশরীফ এনেছেন, আর নামায পড়ানোর পর সালাম ফিরিয়ে মিম্বারে বসে কিয়ামাতের বর্ণনা দিলেন। বললেন, এর (কিয়ামাত) পূর্বে বড় বড় বিষয় প্রকাশ পাবে। তারপর বললেন-
مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَنِي عَنْ شَيْءٍ فَلْيَسْأَلْنِي عَنْهُ، فَوَاللهِ لَا تَسْأَلُونَنِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ، مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا
-‘‘যে কোন ব্যক্তি যে কোন ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে চায়, সে যেন আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহর শপথ, আমি যতক্ষণ পর্যন্ত এই স্থানে থাকবো, তোমরা যে ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করবে না কেন, আমি তার সংবাদ প্রদান করব।’’
হযরত আনাস (رضي الله عنه) বলেন, সাহাবায়ে কিরাম (رضي الله عنه) গণ এটা শুনে কাঁদতে লাগলেন, আর রাসূূল (ﷺ) বারবার বলতে লাগলেন-আমাকে জিজ্ঞাসা করো, তখন হযরত ‘আব্দুল্লাহ বিন হুজাফা সাহমী (رضي الله عنه) দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন
-
مَنْ أَبِي؟ يَا رَسُولَ اللهِ
আমার পিতা কে? ইয়া রাসূলুল্লাহ (ﷺ)!
অতঃপর রাসূল (ﷺ) বললেন-
أَبُوكَ حُذَافَةُ
-‘তোমার পিতা হুজাফা।’ ১৩৬
{১৩৬. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৩২ পৃ, হা/২৩৫৯, পরিচ্ছেদ: بَابُ تَوْقِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَرْكِ إِكْثَارِ سُؤَالِهِ عَمَّا لَا ضَرُورَةَ إِلَيْهِ، أَوْ لَا يَتَعَلَّقُ بِهِ تَكْلِيفٌ وَمَا لَا يَقَعُ، وَنَحْوِ ذَلِكَ , ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ৩/১২৯ পৃ. হা/২৬৯৮, ইমাম হাকেম, আল-মুস্তাদরাক, ৩/৭৩১ পৃ. হা/৬৬৫১, মুসনাদে আহমদ, ১৯/১০২ পৃ. হা/১২০৪৪, মুসনাদে আবি ই‘য়ালা, হা/৩১৩৪, মুসনাদে বায্যার, হা/৩১৬৫, সহীহ বুখারী, ১/৩০ পৃ. হা/৯৩, সহীহ ইবনে হিব্বান, হা/১০৬}
আক্বিদা
রাসূূলে মাকবুল (ﷺ)’র বারংবার ইরশাদ- سَلُونِي -আমাকে জিজ্ঞাসা কর। এর থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় হাবীব (ﷺ) কে প্রত্যেক বস্তুর ইলম দান করেছেন।
অতঃপর হযরত হুজাফা (رضي الله عنه) কে লোকেরা অপর কোন ব্যক্তির দিকে সম্পর্ক করতো। তিনি বুঝতে পারলেন যে, রাসূূল (ﷺ)’র কাছে প্রশ্ন করলে এই আপত্তিটি পরিষ্কার হয়ে যাবে।
এজন্য রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন যে, তোমার পিতা হুজাফা (رضي الله عنه)। এর পূর্বেও তিনি এর দিকে সম্পর্কিত ছিলেন। লোকেরা যা বলত তা ছিল একটি আপত্তি।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন