প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিত, সকল মুসলমানদের গুনাহ্ ক্ষমা দোয়া করতে থাকা। এতে আমাদেরও কল্যাণ নিহিত রয়েছে, যত মুসলমানের মাগফিরাতের জন্য দোয়া করব, তত পরিমাণ নেকী আমরা লাভ করব।
যেমন- রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসুলে আকরাম, শাহানশাহে বনী আদম (ﷺ) বলেছেন, “যে কেউ সকল মুমিন নারী-পুরুষের জন্য মাগফিরাত প্রার্থনা করে,আল্লাহ্ তার জন্য প্রতিটি মুমিন পুরুষ ও মুমিনা নারীর বিনিময়ে একটি করে নেকী লিখে দেন।”(আল জামিউস সগীর, ৫১৩ পৃষ্ঠা,হাদীস নং-৮৪১৯)
যাহোক অপরের কল্যাণ দোয়া করলে ان شاء الله عز وجل আমাদের প্রতিও কল্যাণ দান করা হবে। যেমন-
হযরত আল্লামা আব্দুর রহমান সাফফুরী (رحمة الله) বর্ণনা করেন, এক বুযুর্গ (رحمة الله) এর ইন্তিকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, অর্থাৎ-আল্লাহ্ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন” তিনি বললেন: আল্লাহ্ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন ও অমুক ব্যক্তির মহল পরিমাণ আমাকে মহল দান করেছেন,অথচ আমি তাঁর চেয়ে অধিক ইবাদতকারী ছিলাম তবে তিনি আমার চেয়ে অগ্রগামী হলেন এজন্য, তাঁর মধ্যে একটি বিশেষ গুণ ছিল, যা আমার মাঝে ছিল না। আর তা হল, তিনি দোয়া করতেন, “হে আল্লাহ! অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মুসলমানদেরকে ক্ষমা করে দিন।” (নুযহাতুল মাযালিস, ২য় খন্ড, ৩য় পৃষ্ঠা)।
ইলাহী ওয়াসেতা পেয়ারে কা ছব কি মাগফিরাত ফরমা, আযাবে না-র ছে হামকো খোদায়া খওফ আ-তা হো।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন