জ্ঞানী বাদশাহ্


একদিন মিসরের জ্ঞানী বাদশাহ্ আহমদ ইবনে তুলুন কোন এক নির্জনস্থানে তাঁর সহচরদেরকে নিয়ে খাবার খাচ্ছিলেন। তখন তাঁর দৃষ্টি ছেঁড়া পুরানো কাপড় পরিহিত এক ফকীরের উপর পড়ল। বাদশাহ্ একটি রুটি, একটি ভুনা মুরগী, একটি মাংসের টুকরা ও ফালূদা গোলামের মাধ্যমে তার নিকট পাঠালেন। গোলাম ফিরে এসে বলল:“আলীজাহ্! খাবার পেয়ে সে খুশী হয়নি।”এটা শুনে বাদশাহ্ তাকে নিজের কাছে ডেকে পাঠালেন। যখন সে আসল তখন তাকে কিছু প্রশ্ন করলেন: যেগুলোর উত্তর সঠিকভাবে দিলে, তাঁর উপর শাহী শান-শওকতের কোন প্রভাব পড়লনা। জ্ঞানী বাদশাহ্ হঠাৎ বললেন: তোমাকে গুপ্তচর মনে হচ্ছে! একথা বলে বাদশাহ্ চাবুক মারার লোককে ডাবলেন। তাকে দেখতেই ঐ ফকীর তৎক্ষণাৎ স্বীকার করল, সত্যি আমি গুপ্তচর। এ অবস্থা দেখে কেউ বাদশাহ্কে বলল:“আলীজাহ্! আপনি মূলতঃ যেন যাদু করলেন! জ্ঞানী বাদশাহ্ বললেন:“কোন যাদু করিনি। আমি তাকে আমার অনুমান দ্বারা পাকড়াও করেছি।”কারণ খাবার এমন উৎকৃষ্ট ছিল, যে পেট ভরে খেয়ে নিয়েছে তার মুখেও তা দেখে পানি চলে আসবে ও সে সেটার প্রতি আসক্ত হয়ে যাবে কিন্তু বাহ্যিক দুরাবস্থা সত্ত্বেও সে এ খাবারের প্রতি কোন মনোযোগ দিল না। তাছাড়া সাধারণ মানুষ শাহী শান-শওকত দেখে কেঁপে উঠে কিন্তু সে সাহসের সাথে কথা বলছিল। এজন্য ধারণা হল, সে গুপ্তচর। (কারণ গুপ্তচরকে নির্দিষ্ট গন্ডিতে প্রশিক্ষণ দেয়া হয়।) (হায়াতুল হাইওয়ানুল কুবরা, ১ম খন্ড, ৪৫৯ পৃষ্ঠা)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন