পোষাক পরিধান করা অবস্থায় বিবস্ত্র-
সায়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত, রাসূল (ﷺ) (বেপর্দা পাতলা কাপড় পরা নারীদের অবস্থা বলতে গিয়ে) ইরশাদ করেন, জাহান্নামীদের এমন দু‘টি দল, যাদের আমি দেখিনি। তাদের এক দলের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে।
وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ
‘তারা তা দিয়ে লোকদেরকে মারবে। আর একদল হবে নারীদের। তাদের পোষাক পরিধান করা সত্তে¡ও উলঙ্গ দেখাবে।’ তারা গর্বের সাথে নৃত্যের ভঙ্গিতে বাহু দুলিয়ে পথ চলবে। তারা বুখ্তী উটের উঁচু কূঁজের মত করে খোপা বাঁধবে। এমন নারীরা কখনো জান্নাতে প্রবেশ লাভ করবে না এবং তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে।’’ ৯৪
{৯৪. খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ, ২/১০৪৫ পৃ. হা/৩৫২৪, সহীহ মুসলিম শরীফ, ৩/১৬৮০ পৃ. হা/২১২৮, بَابُ النِّسَاءِ الْكَاسِيَاتِ الْعَارِيَاتِ الْمَائِلَاتِ الْمُمِيلَاتِ, ইমাম মুনযিরী, তারগীব ওয়াত তারহীব, ৩/৬৯ পৃ. হা/৩১১০}
আক্বিদা
বর্তমান যুগে এই পরিবেশ এবং পোষাক মানুষের সামনেই বিদ্যমান। প্রিয় নবী অদৃশ্য জ্ঞানের অধিকারী রাসূল (ﷺ) আজ থেকে সাড়ে চৌদ্দশত বছর পূর্বে যার সংবাদ দিয়েছেন।
বুঝা গেল আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় হাবীব (ﷺ) কে অদৃশ্যের জ্ঞান করেছেন। যারা বলে নাবী (ﷺ)’র ইলমে গায়ব নেই, তারা মূলত নাবী কারীম (ﷺ)’র বাণীকে অস্বীকারকারী। আল্লাহ আমাদেরকে এসব ভ্রষ্ট লোকদের থেকে হিফাজত করুণ, আমিন।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন