নবীগণের ইখতিয়ার

 

নবীগণের ইখতিয়ার-


সৈয়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, হযরত মূসা (عليه السلام)’র কাছে মালাকুল মাউত এসে বলতে লাগলেন, ‘আপনার প্রভুর কাছে চলুন’।


তখন হযরত মূসা (عليه السلام) থাপ্পর মেরে তাঁর চোখ উঠিয়ে নিলেন। মালাকুল মাউত পুণরায় মহান আল্লাহর দরবারে এসে বললেন-



إِنَّكَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَكَ لَا يُرِيدُ الْمَوْتَ، وَقَدْ فَقَأَ عَيْنِي



-‘‘হে আল্লাহ আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুর ইচ্ছা করেন না এবং আমার চোখ উঠিয়ে নিয়েছেন।’’



আল্লাহ তা‘আলা তাঁর চোখ পুণরায় দিলেন এবং বললেন, পুণরায় আমার বান্দার কাছে যাও এবং বল, “আপনি কি জীবিত থাকতে চান”?



যদি জীবিত থাকতে চান তবে আপনার হাত এই ছাগলের পিঠের উপর রাখুন, ছাগলের যত লোম আপনার হাতের নীচে থাকবে এত বছর হায়াত বাড়িয়ে দেয়া হবে। হযরত মূসা (عليه السلام) বললেন, পুণরায় কী হল? তিনি (মালাকুল মাউত) বললেন, পুণরায় আপনার মাউত এসেছে।


তখন হযরত মূসা (عليه السلام) বললেন, “হে আমার রব, এখনই এই পবিত্র ভূমি থেকে একটি পাথর নিক্ষেপ করে আমার রূহ কবজ করুণ।” ১০১


{ ১০১. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৪৩পৃ: হা/২৩৭২, অধ্যায়: بَابُ مِنْ فَضَائِلِ مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


খ. ইমাম খতিব তিবরিযি, মিশ্কাতুল মাসাবীহ, ৩/১৫৯২ পৃ. হা/৫৭১৩, অধ্যায়: بَاب بدءالخلق وَذِكْرِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ}



আক্বিদা


আল্লাহ তা‘আলা সমস্ত নবী (عليه السلام) গণকে হায়াত-মাউতের ইখতিয়ার দিয়েছেন। যখন তারা চান দুনিয়া থেকে ইন্তেকাল করেন। অনুরূপভাবে যে সময় এবং যেখানে চান তাদের রূহ মুবারক কবজ করা হয়।


আল্লামা আদরুদ্দীন আইনী (رحمة الله) বলেন, হযরত মূসা (عليه السلام) বায়তুল মুকাদ্দাসের পাশে দাফন হতে ইচ্ছা পোষণ করেছিলেন। কেননা সেখানে অনেক নবী এবং ওলীদের কবর রয়েছে।



❏ আল্লামা বাদরুদ্দীন আইনী (رحمة الله) ও মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী (رحمة الله) এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, ওলী এবং আল্লাহর মকবুল বান্দাদের কাছে দাফন করা মুস্তাহাব এবং জায়েজ। আর ওলী আল্লাহদের কবরের স্থান বারকাত ও মর্যাদাবান।


(আল্লামা আইনী, উমদাতুল ক্বারী, ৮/১৪৯ পৃ.)।


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন