নেকড়ে বাঘ কর্তৃক বলা যে, নবী (ﷺ)’র নিকট অতীত-ভবিষ্যতের জ্ঞান রয়েছে-
সায়্যিদুনা হযযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, একটি নেকড়ে বাঘ কতগুলো বকরীর কাছে গিয়ে একটি বকরি পাকড়াও করল। রাখাল বাঘ থেকে বকরিকে ছিনিয়ে আনল। নেকড়ে টিলার উপর উঠে বলতে লাগল “আমি এটাকে খাওয়ার ইচ্ছা করেছি, যেটি আল্লাহ তা‘আলা আমাকে দিয়েছেন। অথচ তুমি সেটি আমার থেকে ছিনিয়ে নিলে। রাখাল নেকড়ের কথা বলতে দেখে বলল- “আল্লাহর শপথ! আজ আমি যে ঘটনা দেখলাম তা কখনো দেখিনি। যে, নেকড়ে কিভাবে কথা বলে?”
তখন নেকড়ে বাঘ বলতে লাগল-
أَعْجَبُ مِنْ هَذَا رَجُلٌ فِي النَّخَلَاتِ بَيْنَ الْحَرَّتَيْنِ يُخْبِرُكُمْ بِمَا مَضَى وَبِمَا هُوَ كَائِن بَعَدَكُمْ
এর থেকে আরো আশ্চর্য বিষয় হল যে, এক মহান সাহেব দু’পাহাড়ের মাঝে খেজুরের পতাকার মধ্যে (মদিনা শরীফ) রয়েছেন, যিনি পূর্ব-পরের সংবাদ দেন। ঐ ব্যক্তি (রাখাল) ছিল ইহুদী।
فجَاءَ الرَّجُلُ إِلَى النَّبِي صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ وَخَبَّرَهُ
-‘ওই ব্যক্তি নবী করিম (ﷺ)’র দরবারে আসলেন নেকড়ে বাঘের ঘটনা বললেন এবং মুসলমান হয়ে গেলেন।’ ১০৫
{১০৫. ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ১৫/৮৭ পৃ. হা/৪২৮২, পরিচ্ছেদ: بَابُ كَلامِ السِّبَاعِ খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৬৬পৃ. হা/৫৯২৭, আহলে হাদিস আলবানীও মিশকাতের তাহকীকে একে সহীহ বলেছেন। পরিচ্ছেদ: بَاب فِي المعجزات}
আক্বিদা
নাবীয়ে পাক (ﷺ) পূর্ব-পর সব বিষয়ে খবর রাখতেন। নেকড়ে বাঘ একটি হিংস্র জন্তু সেও এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে। কিন্তু যেসব মৌলভী বা আলিম দ্বীনের মুবালিগ সেজে এই সত্যকে অস্বীকার করে, তারাতো এই হিংস্র জন্তু থেকেও নিঃকৃষ্ট। মহান আল্লাহ এসব লোকদের ব্যাপারে বলেন-
أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ
-‘তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা এসব হতেও অধিক ভ্রষ্ট।’ ১০৬
{১০৬.সূরা আ‘রাফ: ১৭৯}
কবি বলেন-
تو دانا ئے ما كان و ما يكوں ہے
مگر بے خبر بے خبر ديكهتے ہيں
‘‘আপনি পূর্ব-পর সব বিষয়ে জ্ঞাত
কিন্তু যারা অজ্ঞ, তারা এটার ব্যাপারে কোন খবর রাখে না।”
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন