খায়বার বিজয়ী

 

খায়বার বিজয়ী-



❏ সৈয়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) খায়বার বিজয়ের দিন ইরশাদ করেন-



لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللهَ وَرَسُولَه، يَفْتَحُ اللهُ عَلَى يَدَيْهِ



-‘‘আগামীকাল আমি ঐ ব্যক্তির হাতে বিজয়ের পতাকা দেব, যে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) কে ভালবাসে। আর আল্লাহ তাঁর হাতে বিজয় দান করবেন।’’



❏ হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন-



فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ: امْشِ، وَلَا تَلْتَفِتْ، حَتَّى يَفْتَحَ اللهُ عَلَيْكَ



-‘‘তখন রাসূল (ﷺ) হযরত আলী বিন আবি তালিব (رضي الله عنه) কে ডেকে তাঁর হাতে পতাকা দিলেন। আর বললেন, আল্লাহ তা‘আলা তোমাকে বিজয় দান না করা পর্যন্ত এদিক সেদিক তাকাবে না।’’  ১০২


{১০২. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৭১ পৃ. হা/২৪০৫-২৪০৬, পরিচ্ছেদ: بَابُ مِنْ فَضَائِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ}



আক্বিদা


হুযূর পুরনূর (ﷺ) জানেন যে, খায়বার বিজয়ী কে? এজন্য হযরত আলী (رضي الله عنه) কে ডেকে তাঁর হাতে পতাকা দিয়েছেন।


এটাও বুঝা গেল যে, সমস্ত সাহাবায়ে কিরামগণের এই আক্বীদা ছিল যে, হুযূর (ﷺ) অবগত যে, খায়বার বিজয়ী কে। এজন্যই সবাই চুপ ছিলেন।


সুতরাং যে সব লোক বলে বেড়ায় যে, নবী (ﷺ) আগামীকালের খবর জানেন না এবং নবী (ﷺ) গায়ব জানেন না। তারা সাহাবায়ে কিরামগণের আক্বীদার বিরোধিতা করে।


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন