আম্বিয়া (عليه السلام)-এর মওলিদের তাৎপর্য
মহব্বতের কেউ জন্মগ্রহণ করলে তা যে কোনো ব্যক্তির জন্যেই খুশির উপলক্ষ হয়। এ থেকে আমরা দেখতে পাই যে জন্মদিনের বিশেষ তাৎপর্য রয়েছে। অধিকন্তু, এর গুরুত্ব আরো বৃদ্ধি পায় তখন-ই, যখন উপলক্ষটি কোনো পয়গম্বর (عليه السلام)-এর বেলাদতের সাথে সম্পর্কিত হয়। আম্বিয়া (عليه السلام)-বৃন্দের বেলাদত (ধরাধামে শুভাগমন) নিজে থেকেই আল্লাহতা’লার সেরা আশীর্বাদগুলোর অন্যতম। কোনো জাতির পয়গম্বরের (عليه السلام) বেলাদতের মাধ্যমে সে জাতিকে অন্যান্য সব নেয়ামত দান করা হয়। বিশেষ করে সর্বশেষ নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) হচ্ছেন হেদায়াত ও ঐশীবাণী প্রাপ্তির দ্বার। তাঁর মাধ্যমেই আমরা কুরআন মজীদ ও রমজান মাস পেয়েছি। বস্তুতঃ আমরা যতো রহমত-বরকত-নেয়ামত লাভ করেছি, তা রবিউল আউয়াল মাসের সেই আলোকিত ও আশীর্বাদপূর্ণ ভোরের বদৌলতেই পেয়েছি, যে শুভলগ্নে আমাদের মাহবূব (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এই ধূলির ধরায় শুভাগমন করেন। তাই তাঁর বেলাদতে খুশি হওয়া এবং তা উদযাপন করা তাঁরই প্রতি ঈমানের লক্ষণ, আর এটা মহানবী (ﷺ)-এর প্রতি কারো ব্যক্তিগত আন্তরিক অনুভূতিরই প্রতিফলন বা বহিঃপ্রকাশ।
আল-ক্বুরআন কয়েকজন পয়গম্বর (عليه السلام)-এর বেলাদতের কথা উল্লেখকালে ওই দিনগুলোর তাৎপর্য ও উত্তম বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করে।
১. পয়গম্বর এয়াহইয়া (عليه السلام)-এর বেলাদত প্রসঙ্গে আল্লাহ পাক এরশাদ ফরমান: “এবং শান্তি তার (এয়াহইয়ার)-ই প্রতি, যেদিন জন্মগ্রহণ করেছে, যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।” [আল-কুরআন, ১৯:১৫]
২. কুরআন মজীদে পয়গম্বর ঈসা (عليه السلام)-এর কথাও উদ্ধৃত হয়েছে: “এবং ওই শান্তি আমার প্রতি যেদিন আমি জন্মলাভ করেছি এবং যেদিন আমার মৃত্যু হবে আর যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবো।” [আল-ক্বুরআন, ১৯:৩৩]
৩. মহানবী (ﷺ)-এর পবিত্র বেলাদত সম্পর্কে আল্লাহতা’লা শপথ করছেন এই বলে: “আমায় এ শহরের (মক্কার) শপথ, যেহেতু হে মাহবূব! আপনি এ শহরে তাশরীফ এনেছেন, এবং আপনার পিতা (পিতৃপুরুষ) ইব্রাহীমের শপথ এবং তার বংশধরের, অর্থাৎ, আপনি-ই।” [আল-ক্বুরআ’ন, ৯০:১-৩]
কোনো পয়গম্বর (عليه السلام)-এর বেলাদতের বিশেষ তাৎপর্য যদি কুরআন ও সুন্নাহ’তে না-ই থাকতো, তাহলে এই দিনকে কেন দোয়া প্রার্থনা ও শপথের জন্যে আলাদাভাবে বেছে নেয়া হয়েছে? এটা স্পষ্ট যে এই দিনটি তাৎপর্যময়, যেমনটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। নিচে আল-কুরআনে প্রদত্ত কিছু সংখ্যক আম্বিয়া (عليه السلام)-এর মওলিদের বিবরণ পেশ করা হলো:
__________________
মওলিদুন্নবী (ﷺ)-এর উদযাপন ও অনুমতি (১ম খণ্ড)
মূল: শায়খুল ইসলাম ড: মুহাম্মদ তাহিরুল কাদেরী
অনুবাদ: কাজী সাইফুদ্দীন হোসেন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন