হযরত সিদ্দিকে আকবর, ফারুকে আযম, ‘ওসমান যিন্নূরাইন (রা.) এর আক্বীদা
পর্বতমালায় রাজত্ব ও অদৃশ্য জ্ঞান-
বিশিষ্ট সাহাবিয়ে রাসূল (ﷺ), খাদেমুর রাসূল (ﷺ) সাইয়্যিদুনা হযরত আনাস ইবন মালিক (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন- একদিন রাসূলে পাক (ﷺ) হযরত আবু বকর, হযরত উমর (رضي الله عنه) এবং হযরত ওসমান (رضي الله عنه) কে সাথে নিয়ে উহুদ পর্বতে চড়ে বসলে পাহাড় কম্পন শুরু করে। তখন নবীজি (ﷺ) তাঁর পা মুবারক পাহাড়ে মেরে ইরশাদ করেন-
اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ، وَصِدِّيقٌ، وَشَهِيدَانِ
-‘‘হে ওহুদ শৃঙ্গধর, থাম! তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, আর দু’জন শহীদ আরোহিত।’’ ৫৬
{৫৬. ইমাম বুখারী, আস-সহীহ, ৫/৯ পৃ. হা/৩৬৭৫, হা/৩৬৮৬, খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ, ৩/১৭১৭পৃ. হা/৬০৮৩, ইমাম আহমদ, আল-মুসনাদ, ৩৭/৪৮৬ পৃ. হা/২২৮১১, ইমাম তিরমিযি, আস-সুনান, ৬/৬৫ পৃ. হা/৩৬৯৭, মুসনাদে আবি ই‘য়ালা, হা/২৯১০, সুনানি আবি দাউদ, ৪/২১২ পৃ. হা/৪৬৫১, সহীহ ইবনে হিব্বান, ১৪/৪১৬ পৃ. হা/৬৪৯২}
‘আক্বীদা
হুযুর আক্বা আলাইহিস সালামের কর্তৃত্ব পর্বতমালার উপর এবং পাহাড়ও তাঁর নির্দেশ পালন করে থাকে। আর সাহাবায়ে কিরামও এই ‘আক্বিদা পোষণ করতেন যে, তিনি (ﷺ) উম্মাতের অন্তিম অবস্থা কীরূপ হবে সে ব্যাপারে সম্যক অবগত। শহিদকে তখনই শহিদ নামে আখ্যায়িত করা হয়, যখন তার শরীর থেকে প্রাণকে বিচ্ছিন্ন করা হয়। আর যদি যুদ্ধক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হন এবং চিকিৎসার মাধ্যমে নিরোগ হয়, তাহলে তাঁকে শহিদ হিসেবে আখ্যায়িত করা হয় না; বরং ‘গাযি’ হিসেবে। আর যুদ্ধ সম্পর্কীয় কোনো অবদানে শারীরিক বন্দিশালা হতে রূহ যখন উড্ডয়ন করে, তখনই তাকে শহিদ নামে আখ্যায়িত করা হয়। তিনজন খলিফা পাশে দণ্ডায়মান আর নবীজি (ﷺ) হযরত উমর এবং ‘ওসমান (رضي الله عنه) কে শহিদ বলে সম্বোধন করে বসলেন। তাঁরা উভয়ের মধ্য হতে কেউ জানতে চাননি যে, হে আল্লাহর হাবীব! আপনি কীভাবে শহিদ বলে আখ্যায়িত করলেন? তাঁদের জিজ্ঞাসা না করাটা এ কথা প্রমাণ করে যে, তাঁদের আক্বিদা ছিল যে, নবীজি (ﷺ) জানেন- উম্মতের তিরোধান কীরূপ হবে।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন