আল্লাহ’র নবী হযরত ইবরাহিম (عليه السلام) আল্লাহ’র দ্বিনের দাওয়াত দিতে লাগলেন। এতে নমরূদ ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নিল যে, তাঁকে সম্পূর্ণ বিলীন করে দিতে হবে। সে অনুযায়ী নমরূদের প্রজ্জ্বলিত আকাশচুম্বী আগুনের লেলিহান শিখায় ফেলার জন্য খলিলুল্লাহকে চাক্কিতে ঘুরানো হচ্ছিল অথবা ‘মিনজানিক’ দ্বারা নিক্ষেপ করার আয়োজন করছিল। কাফিররা উল্লাসে মেতে উঠল যে, আজ থেকে তাদের কথিত মা‘বুদদেরকে গালি দেয়ার আর কেউ থাকবে না, চিরদিনের জন্য তাঁকে ধ্বংস করে দেয়া হবে। এদিকে হযরত জিবরাইল (عليه السلام) উপস্থিত হয়ে গেলেন। বললেন, হে আল্লাহ’র খলিল! কোন নির্দেশ কি আছে? কিংবা কোন প্রয়োজন? আল্লাহ’র নবী খলিল বললেন, তোমার কাছে আমার কোন প্রয়োজন নেই। জিবরাইল বললেন, তবে রবের নিকটই আবেদন করুন। তিনি বললেন:
جانتا ہے وہ میرا رب جلیل ٭ آگ میں پرتا ہے اب اسکا خلیل
“তিনি আমার পরাক্রমশালী রব, তিনি জানেন যে, এখনই তাঁর বন্ধু আগুনে পড়ছেন।” ১০
১০ - আল্লামা শরীফ নূরী, বারাহ্ তাক্বরীরী, ১২তম খুতবাহ্।
এদিকে আল্লাহ’র নবী হযরত ইবরাহিম (عليه السلام)কে আগুনে নিক্ষেপ করা হল, ঐদিকে আল্লাহ্ তা‘আলা আগুনকে আদেশ করলেন:
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
-“হে অগ্নি! তুমি ইবরাহিমের উপর আরামদায়ক শীতল হয়ে যাও।” ১১
১১ - সূরা আল-আম্বিয়া: ৬৯।
আল্লাহ’র নবী খলিল (عليه السلام) প্রথম এবং সবচেয়ে প্রিয় জানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন