রাসূল (ﷺ) সর্বপ্রথম সৃষ্টি এবং শাফা‘আতকারী

 

রাসূল (ﷺ) সর্বপ্রথম সৃষ্টি এবং শাফা‘আতকারী-



❏ ইমাম বায়হাকী (رحمة الله) বর্ণনা করেন-



عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  لَمَّا خَلَقَ اللهُ عَزَّ وَجَلَّ آدَمَ خَيَّرَ لِآدَمَ بَنِيهِ، فَجَعَلَ يَرَى فَضَائِلَ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ، قَالَ: فَرَآنِي نُورًا سَاطِعًا فِي أَسْفَلِهِمْ، فَقَالَ: يَا رَبِّ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا ابْنُكَ أَحْمَدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْأَوَّلُ وَالْآخَرُ وَهُوَ أَوَّلُ شَافِعٍ



-‘‘হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ করেন, যখন আল্লাহ তা‘আলা হযরত আদম () কে সৃষ্টি করলেন, তখন তাকে তাঁর সন্তান-সন্ততি দেখালেন। হযরত আদম () তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে থাকেন। অবশেষে তিনি একটি চমকদার (উজ্জল) নূর দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন : হে পরওয়ারদিগার! এ কার নূর? আল্লাহ তা‘আলা বললেন, এ তোমার আওলাদ, তাঁর নাম (আসমানে) আহমদ (ﷺ)। তিনি (সৃষ্টিতে) প্রথম ও তিনি প্রেরণে (নবীদের) সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফায়াতকারী।’’ ১১৩


{১১৩ .


ক. ইমাম বায়হাকী : দালায়েলুল নবুয়ত : ৫/৪৮৩ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।


খ. ইমাম সুয়ূতি : খাসায়েসুল কোবরা : ১/৭০ পৃ. হাদিস : ১৭৩


গ. আল্লামা ইমাম ইবনে আসাকির : তারিখে দামেস্ক : ৭/৩৯৪-৩৯৫ পৃ. দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।


ঘ. ইমাম যুরকানী : শরহুল মাওয়াহেব, ১/৪৩ পৃ., দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।


ঙ. মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : ১১/৪৩৭ পৃ. হা/৩২০৫৬, মুয়াস্সাতুর রিসালা, বয়রুত, লেবানন।


চ. আবু সা‘দ নিশাপুরী, শরফুল মুস্তফা, ৪/২৮৫পৃ.


ছ. কাস্তাল্লানী, মাওয়াহেবে লাদুন্নীয়া, ১/৪৯পৃ.


জ. দিয়ার বকরী, তারীখুল খামীস, ১/৪৫পৃ.


ঝ. র্সারাজ, হাদিসাহ, হাদিস নং.২৬২৮


ঞ. ইবনে হাজার আসকালানী, আল-মুখাল্লিসিয়্যাত, ৩/২০৭পৃ. হাদিসঃ ২৩৪০,


ট. সালিম র্জারার, আল-ইমা ইলা যাওয়াইদ, ৬/৪৭৮পৃ. হা/৬০৮৩


ঠ. ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১/৭১পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।


ড. ইফরাকী, মুখতাসারে তারীখে দামেস্ক, ২/১১১পৃ.}



আক্বিদা


এ হাদিস থেকে বুঝা যায় যে হযরত সায়্যিদিনা আদম (عليه السلام) রাসূল (ﷺ) কে নূর রূপেই দেখে ছিলেন, আর তিনি মহান রবের কাছে পরিচয় জানতে চাইলে আহমদ (ﷺ) বলেছেন রুহে আহমদ (ﷺ) বলেননি। সকলেরই জানা যে রুহকে বান্দা বলা হয় না। তাই এ হাদিস থেকে প্রমাণিত হল যে সর্ব প্রথম রাসূল (ﷺ)-এর নূরানী জিসম মোবারককে সৃষ্টি করা হয়েছে। ১১৪


{১১৪. সম্পাদক কর্তৃক সংযোজিত।}


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন