স্মরণশক্তি দান করা-
সায়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, একদা নবী করিম (ﷺ) ইরশাদ করেন যে, তোমাদের যে ব্যক্তি তার কাপড় বিছিয়ে দেবে অতঃপর একে নিজ বক্ষের সাথে মিলিয়ে নিবে তাতে সে হাদিসকে স্মরণ রাখতে পারবে।
فَإِنَّهُ لَمْ يَنْسَ شَيْئًا سَمِعَهُ
-‘তবে সে কোন শোনা কথাই ভুলবে না।’
فَبَسَطْتُ بُرْدَةً عَلَيَّ، حَتَّى فَرَغَ مِنْ حَدِيثِهِ، ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي، فَمَا نَسِيتُ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ شَيْئًا حَدَّثَنِي بِهِ
-‘‘অতঃপর আমি চাদর বিছিয়ে দিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত নবী করিম (ﷺ)’র বর্ণনাকৃত কোন হাদিস ভুলিনি।’’ ১০৮
{১০৮ . সহীহ মুসলিম শরীফ, ৪/১৯৪০ পৃ. হা/২৪৯৩, পরিচ্ছেদ: بَابُ مِنْ فَضَائِلِ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ رَضِيَ اللهُ عَنْهُ}
আক্বিদা
স্মরণশক্তি মানুষের একটি গুণ। যেটি মানুষ কুদরতিভাবে পেয়ে থাকে। কিন্তু আমাদের রাসূলে মাকবুল (ﷺ) কে আল্লাহ তা‘আলা এই ক্ষমতা দান করেছেন যে, তিনি যে কোন মানুষকে এই গুন দান করতে পারেন। কোন জিনিস কম হলে তা হাত পেতে নেয়া যায়, কিন্তু জিনিস যখন বেশি হয় তবে তা নেয়ার জন্য কাপড় বা চাদরের প্রয়োজন হয়। হুযূরে কারিম (ﷺ) তখন রাহমাতের সাগরের জোয়ারের মধ্যে ছিলেন। তাই বললেন-
أَيُّكُمْ يَبْسُطُ ثَوْبَهُ
তোমাদের মধ্যে কে আছ যে তার কাপড় বিছাবে? বুঝা গেল এটি বড় কোন দান। হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) তৎক্ষণাৎ চাদর বিছিয়ে দিলেন।
এই বিশ্বাসের উপর হুযুর (ﷺ) হিফয শক্তি দান করেছেন। হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, সেদিন হতে আজ পর্যন্ত আমি কোন হাদিস ভুলিনি।
❏ হাকিমুল উম্মত মুফতি আহমাদ ইয়ারখাঁন গুজরাটি (رحمة الله) বলেন-
مالك ہي خزانہ قدرت كے جو جس كوچا ہيں ڈ اليں
دى خلد جناب ربيعہ بگڈ ى لاكهوں كى بنائ ہے
-‘‘তিনি কুদরতে খাজিনার (ধনভাণ্ডারের) মালিক যাকে চান দিয়ে দেন,
হযরত রবাঈকে জান্নাত দান করেছেন, লক্ষ বঞ্চিতকে তিনি করেছেন সৌভাগ্যবান।’’
নেক আমল দ্বারা গুনাহ মাফ হওয়া-
সায়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন- একব্যক্তি রাস্তায় হাঁটছিল, রাস্তায় সে একটি কাটাযুুক্ত গাছের ডাল দেখতে পেল। ডালটি নিয়ে একপাশে রেখে দিল।
فَشَكَرَ اللهُ لَهُ، فَغَفَرَ لَهُ
-“অতঃপর আল্লাহ তা‘আলা তার এ নেক আমাল কবূল করেছেন এবং তাকে ক্ষমা করে দিলেন।”
(ইমাম মুসলিম, আস-সহীহ, ৩/১৫২১ পৃ. হা/১৯১৪)
আক্বিদা
নেক কাজের মাধ্যমে আল্লাহ তা‘আলা গুনাহ ক্ষমা করে দেন। এ কারণে আহলে সুন্নাত ওয়াল জা‘আমাত মুসলমানদের জন্য ঈসালে সাওয়াব করেন। কেননা মৃত ব্যক্তিদের জন্য কুরআন তিলাওয়াত করে ইসালে সাওয়াব করলে আল্লাহ তা‘আলা গুনাহ ক্ষমা করে দেন।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন