❏ প্রশ্ন-২৪: হুযূর (ﷺ)-এর শৈশবকাল কীভাবে অতিবাহিত হয়?
✍ উত্তর: হুযূর (ﷺ)-এর শৈশবকাল খুবই ব্যাপক ও বিস্তৃত। সংক্ষেপে হচ্ছে, তিনি শিশুকালে অত্যন্ত খোদাভীরু, দয়ালু, বীর-বাহাদুর, গম্ভীর, সত্যবাদী, লজ্জাশীল, বিশ্বস্ত, আমানতদার এবং সকল প্রশংসনীয় গুণের অধিকারী ছিলেন। সকল ধরনের অন্যায়, অবিচার, অপরাধ ও নিন্দনীয় কর্মকে ঘৃণা করতেন। তিনি কখনো বিবস্ত্র হননি। এক সময়ের ঘটনা কুরাইশ গোত্রের লোকেরা কা’বা শরীফ পুনঃনির্মাণ করছিল, এতে তিনিও পাথর কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদ্দরুন তাঁর কাঁধ মুবারকে পাথরের ঘষা লেগে কাঁধের চামড়া উঠে যাচ্ছিল, তা দেখে তাঁর চাচা হযরত আব্বাস (رضى الله تعالي عنه) কাঁধের ওপর পরনের লুঙ্গি রাখার জন্য বললে তিনি রাজি হননি। তিনি জোর করে তাঁর কাঁধের ওপর লুঙ্গি রাখলে তিনি নগ্ন হয়ে যান। বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়েন।
57. মাহবুবে আলম রচিত ‘ইসলামী মা’লুমাত’ গ্রন্থ থেকে চয়নকৃত।
❏ প্রশ্ন-২৫: হুযূর (ﷺ)-এর কফীল বা অভিভাবক কে কে ছিলেন এবং তাদের নিকট কতো দিন ছিলেন?
✍ উত্তর: হযরত হালিমা সা’দিয়া (رضى الله تعالي عنها)-এর নিকট চার বছর, তাঁর সম্মানিতা মাতা হযরত আমিনা (رضى الله تعالي عنها)-এর নিকট দু’বছর দু’মাস দশ দিন। অতঃপর হযরত আলী (رضى الله تعالي عنه)-এর সম্মানিত পিতা এবং হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) এর চাচা খাজা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন।
_________________
কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন