হুযূর ইহ জগতে তাশরীফ আনয়নের মাস, দিন ও বছর কী ছিল?

 

❏ প্রশ্ন-২১: হুযূর   ইহ জগতে তাশরীফ আনয়নের মাস, দিন ও বছর কী ছিল? বর্ণনা কর।

✍ উত্তর: হুযূর   ১২ রবিউল আউয়াল ৪২ কিসরওয়ায় এ পার্থিব জগতে তাশরীফ আনেন। হুযূর (ﷺ)-এর ইহজগতে শুভাগমন এবং হযরত আদম (عليه السلام) এর অবতরণের মাঝে ৬১১৩ বছরের ব্যবধান রয়েছে। যেদিন তাঁর   পূণ্যময় বিলাদত শরীফ হয় সেদিন পৃথিবীতে আনন্দের শোর-গোল ও হৈ-হুলে­ার পড়ে যায়।


বর্ণিত আছে যে, ওইদিন পৃথিবীর সকল মূর্তি উপড়ে পড়ে গিয়েছিল এবং যত সব অগ্নিকুন্ড ছিল সব নিভে গিয়েছিল। পারস্য রাজ-প্রাসাদের ইট-পাথর-কংকর অবলিলায় এমনিতেই খসে পড়েছিল। হযরত শেখ সাদী (رحمه الله تعالي ) বলেন,

 زلزله در ديوان كسرىٰ افتاد ‘

পারস্য সম্রাটের রাজ-প্রাসাদে কম্পন সৃষ্টি হয়।’

_________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন