নামায ভঙ্গের কারণ সমূহ


নিম্নলিখিত কারণে পুরুষ ও স্ত্রীলোক উভয়েরই নামায ভঙ্গ হয়।


(১) নামাযের ১৩টি ফরযের যে কোন একটি বাদ পড়লে।


(২) নামাযের মধ্যে কথা বললে।


(৩) সালাম দিলে অথবা সালামের উত্তর দিলে।


(৪) হাঁচির জওয়াবে يَرْحَمُكَ اللهُ বললে।


(৫) উচ্চহাস্য করিলে।


(৬) কষ্ট বা বিপদের কারণে উচ্চস্বরে কাঁদলে।


(৭) উহ্ আহ্ শব্দ করলে।


(৮) কিছু খেলে বা পান করলে।


(৯) মোক্তাদি ইমামের অগ্রবর্তী হলে।


(১০) আমলে কাছীর করলে অর্থাৎ নামাযে এমন কাজ করা যা দেখলে অন্যে মনে করবে যে, সে নামাযে নহে এবং উভয় হাতে কাজ করাও আমলে কাছীরের মধ্যে শামিল।


(১১) স্ত্রীলোক নামায পড়া অবস্থায় সন্তান দুধ পান করলে।


(১২) ইমাম নিজের মোক্তাদি ছাড়া অন্যের লোকমা গ্রহণ করলে।


(১৩) নামাযের ক্বেরাতে এমন ভুল হলে যা দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়।


(১৪) সুসংবাদে اَلْحَمْدُ لِلّٰهِ ও দুঃসংবাদে اِنَّا لِلّٰهِ বললে।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন