হাজত রওয়া রাসূল (ﷺ)

 

হাজত রওয়া রাসূল (ﷺ)-



❏ সায়্যিদুনা হযরত আনাস (رضي الله عنه) বলেন, এক মহিলার বিবেকে কিছু ত্র“টি ছিল, সে বলতে লাগল,



يَا رَسُولَ اللهِ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً



-‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার কাছে আমার কিছু হাজত আছে।’ তিনি বললেন, হে অমুকের মা, যে গলিতে ইচ্ছা অপেক্ষা কর, আমি তোমার হাজত পূর্ণ করব। অতঃপর রাসূূল (ﷺ) রাস্তায় তার সাথে কথা বললেন এবং তার হাজত পূর্ণ করেন। ১৩০


{১৩০. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮১২ পৃ, হা/২৩২৬, খতিব তিবরিযি, মিশকাত, ৩/১৬১৮পৃ., হা/৫৮১০, ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ৮/১২৫ পৃ. হা/৮১৬৭, সুনানি আবি দাউদ, হা/৪৮১৮}



আক্বিদা


নবীয়ে পাক (ﷺ)’র দরবারে সাহাবায়ে কিরামগণ হাজাত নিয়ে আসতেন, আর রাসূল (ﷺ) তাদের হাজাত পূর্ণ করতেন।



পবিত্র শরীর মোবারক থেকে সুগন্ধি-



❏ সায়্যিদুনা হযরত আনাস (رضي الله عنه) বলেন যে,



وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزْهَرَ اللَّوْنِ كَانَ عَرَقُهُ اللُّؤْلُؤُ إِذَا مَشٰى تَكَفَّأَ وَمَا مَسَسْتُ دِيْبَاجَةً وَلَا حَرِيرًا أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا شمَمتُ مِسْكاً وَلَا عَنْبَرَةً أَطْيَبَ مِنْ رَائِحَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ



রাসূল (ﷺ)’র রং অতি পরিস্কার এবং উজ্জ্বল ছিল। তাঁর ঘাম মুবারক ছিল বাতির মতো। তিনি যখন চলতেন পূর্র্ণ শক্তি সহকারে চলতেন। রাসূল (ﷺ)’র হাত মুবারক থেকে অধিক কোমল কোন মোটা রেশমি বা পাতলা রেশমি আমি কখনো দেখিনি। এমন কোন মেশক আম্বর দেখিনি যার খুশবু রাসূল (ﷺ)’র (পবিত্র শরীর) মুবারক থেকে অধিক খুশবু।  ১৩১


{১৩১. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮১৫ পৃ, হা/২৩৩০, খতিব তিবরিযি, মিশকাত, ৩/১৬১১পৃ., হা/৫৭৮৭, সুনানে দারিমী, হা/৬২, ইমাম আহমদ, আল-মুসনাদ, ২১/৮২ পৃ. হা/১৩৩৮১, সহীহ ইবনে হিব্বান, ১৪/২১৬ পৃ. হা/৬৩১০, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ৭/৩৪ পৃ. হা/১৭৮১৬, ইবনে আছির, জামেউল উসূল, ১১/২৩৩ পৃ. হা/৮৭৯১}



আক্বিদা


আল্লামা কাযি আয়্যায মুহাদ্দিস (رضي الله عنه) লেখেছেন যে, রাসূূলে মুর্কারম (ﷺ)’র পবিত্র শরীর মোবারক থেকে ঘাম মোবারাকের খুশবুু বের হয়। আর তার শরীর মোবারকের অতিরিক্ত বস্তু থেকে পবিত্র হওয়াটা তাঁর খুছুছিয়তের অন্যতম। আল্লাহ তা‘আলা তাঁকে এমন খুছুছিয়্যাত দ্বারা প্রতিপালন করেন যা অন্য কারো মধ্যে নেই।  ১৩২


{১৩২. কাযি আয়াজ, শিফা শরীফ, ১ম খণ্ড, পৃ: ২৯।}


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন