ফিরআউন নিজেকে খােদা দাবী করার পূর্বে একটি মহল তৈরী করেছিল এবং তার বাইরে দরজার উপর লিখিয়েছিল। যখন সে নিজেকে খােদা দাবী করল তখন হযরত সায়্যিদুনা মুসা কালীমুল্লাহ (عليه السلام) তাকে আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিলেন, তখন সে অবাধ্যতা প্রদর্শন করল। হযরত সায়্যিদুনা মুসা কালীমুল্লাহ (عليه السلام) আল্লাহ্ তাআলার দরবারে আরয করলেন: ইয়া আল্লাহ! আমি বারবার তাকে তােমার দিকে আহ্বান করছি, কিন্তু সে অবাধ্যতা থেকে বিরত হচ্ছে না। আমিতাে তার মধ্যে মঙ্গলের কোন লক্ষণ দেখছি না। আল্লাহ্ তাআলা ইরশাদ করলেন: “ওহে মুসা তুমি তাকে ধ্বংস করে দিতে চাও। তুমি তার কুফরকে দেখছাে আর আমি আমার নিজের নামকে দেখছি, যা সে নিজের মহলের দরজার উপর লিখে রেখেছে! (তাফসীরে কবীর, ১ম খন্ড, ১৫২ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন