একই রাকাআতে একাধিক সূরা পাঠ করা জায়েয কি না?

 

❏ প্রশ্ন-৭০: একই রাকাআতে একাধিক সূরা পাঠ করা জায়েয কি না?

✍ উত্তর: এক রাকাআতে একটি সূরা পড়াই উত্তম। যদি একাধিক সূরা পাঠ করা হয়, এতে নামাযের কোন ক্ষতি হবে না। যদিও তা (অবশ্যই) অনুত্তম।


97. মারাকিউল ফালাহ, باب ما يكره فى الصلواة

________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন