দন্ত মোবারকে দীপ্তের হাতছানি

 

দন্ত মোবারকে দীপ্তের হাতছানি-



❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন-



إِذَا تَكَلَّمَ رُئِيَ كَالنُّورِ يَخْرُجُ مِنْ بَيْنِ ثَنَايَاهُ



-‘‘হুযুর আক্বা ‘আলাইহিমুস সালাম যখনই কথা বলতেন, তাঁর দাঁত মোবারাক হতে আলোকরশ্মি প্রকাশ পেত।’’  ৬৭


{ ৬৭. ইমাম দারিমী, আস-সুনান, ১/২০৩ পৃ. হা/৫৯, ইমাম তিরমিযি, শামায়েলে তিরমিযি, হা/১৪, খাতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ্, ৩/১৬১৪ পৃ. হা/৫৭৯৭}




‘আক্বীদা


রাসূলে খোদা (ﷺ) এর আপাদমস্তক মুবারাক এমন মু‘জিযাসমৃদ্ধ ছিল যে, কথা বলার সময় তার দাঁত মোবারক হতে নুরের ঝলক দীপ্ত হত। অপরাপর বর্ণনামতে- হুযুর (ﷺ) এর মুচকি হাসিতে প্রাচীর বেষ্ঠিত বদ্ধ এলাকাও আলোকিত হয়ে উঠত। ৬৮


{৬৮. ইমাম কাযি আয়াজ, শিফা শরীফ, ১/৩৯ পৃ.}



আল্লামা আব্দুর রহমান জামী (رحمة الله) বলেন-



وصلى الله على نور كزوشد نور ہا پيدا


زمين از حب او ساكن فلك در عشق او شيدا



প্রীতি তাঁর নির্ঝর আলো উদগিরণ


ধরণি প্রেমাকুল আকাশ প্রবণ।


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন