নামাযান্তে উঁচুস্বরে যিকির-
❏ হযরত ইবনু ‘আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন-
أَنَّ رَفْعَ الصَّوْتِ، بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ المَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
-‘‘নবীযুগে ফরয নামাযান্তে উঁচু আওয়াজে যিকিরের প্রচলন ছিল।’’ ৬৯
{৬৯. ইমাম বুখারী, আস-সহীহ, ১/১৬৮ পৃ. হা/৮৪১, পরিচ্ছেদ: بَابُ الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ , ইমাম মুসলিম, আস-সহীহ, ১/৪১০ পৃ. হা/৫৮৩, মুসনাদে আহমদ, ৫/৪৩৩ পৃ. হা/৩৪৭৮, ইমাম আবু দাউদ, আস-সুনান, ১/২৬৩ পৃ. হা/১০০৩, ইবনে আছির, জামেউল উসূল, হা/৪৩৬৭, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ৮/২২৮ পৃ. হা/২২৬৭৮}
আক্বিদা
ফরয নামাযের পর আওয়াজের উচ্চতায় যিকির করা বৈধ। এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবন হাজার আসকালানি (رحمة الله) বলেন-
وَفِيهِ دَلِيلٌ عَلَى جَوَازِ الْجَهْرِ بِالذِّكْرِ عَقِبَ الصَّلَاةِ
-‘‘এ হাদিসে নামায শেষে যিকির করার বৈধতার বিষয়টি সমুজ্জল।’’ ৭০
{৭০. ইমাম ইবনে হাজার আসকালানী, ফাতহুল বারী ফী শারহিল বুখারী, ২/৩২৫ পৃ.}।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন