তারকারাজীর সংখ্যার জ্ঞান-
সায়্যিদুনা হযরত আনাস (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন যে, আমার হাউযের পরিমাণ এতটুকু যে, ইয়ামান এবং সান‘আর মধ্যে যতটুকু দূরত্ব বিদ্যমান। তিনি আরও বলেন-
وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ
-‘‘এবং এর পাত্র সংখ্যা আসমানের তারকার সমপরিমাণ।’’ ১১৭
{১১৭. ইমাম বুখারী, আস-সহীহ, ৮/১১৯ পৃ. হা/৬৫৮০, পরিচ্ছেদ: بَابٌ فِي الحَوْضِ, সহীহ মুসলিম শরীফ, ৪/১৮০০ পৃ. হা/২৩০৩, পরিচ্ছেদ: بَابُ إِثْبَاتِ حَوْضِ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِفَاتِهِ}
আক্বিদা
আসমানের তারকার সংখ্যা কত তা কারো জানা নেই। কিন্তু আমাদের নবী (ﷺ)’র কাছে আসমানের তারকার সংখ্যা কত তার জ্ঞানও আছে। এজন্যই তিনি বলেছেন আসমানের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পাত্রের সংখ্যাও ততগুলো।
উম্মুল মু‘মিনীন হযরত আয়িশা (رضي الله عنه)’র বর্ণনা থেকেও এই হাক্বীকাতটি প্রকাশ হয়। যেখানে তিনি নবী করিম (ﷺ)’র কাছে জানতে চাইলেন যে,
يَا رَسُولَ اللَّهِ هَلْ يَكُونُ لِأَحَدٍ مِنَ الْحَسَنَاتِ عَدَدُ نُجُومِ السَّمَاءِ؟ قَالَ: نَعَمْ عُمَرُ
আসমানের তারকারাজির সংখ্যা পরিমাণ কার নেক আমল রয়েছে? এর উত্তরে নবী করিম (ﷺ) বললেন, হ্যাঁ, তা হল হযরত উমর (رضي الله عنه)’র নেক।’’ ১১৮
{১১৮. খতিবে বাগদাদী, তারিখে বাগদাদ, ৭/১৪০ পৃ. ক্রমিক./৩৫৭৮, ইমাম খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ, ৩/১৭১১ পৃ. হা/৬০৬৮, পরিচ্ছেদ: بَابِ مَنَاقِبِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا, ইমাম ইবনে আছির, জামিউল উসূল, ৮/৬৩২ পৃ. হা/৬৪৬৬, মোল্লা আলী ক্বারী, মিরকাত, ৯/৩৯১৭ পৃ. হা/৬০৬৮ }
কেননা উম্মুল মু‘মিনীন (رضي الله عنه)’র প্রশ্নের উত্তর তিনিই দেবেন যিনি আসমানের তারকার সংখ্যা কত তা জানেন। আর যে ব্যক্তির নাম বলেছেন তাঁর নেকীর সংখ্যা কত তাও জানেন। সুতরাং বুঝা গেল আমাদের নবীজী (ﷺ)’র কাছে তারকার সংখ্যার ‘ইলম রয়েছে।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন