ঘোড়ার তেজকে ধীরগতি করণ

 

ঘোড়ার তেজকে ধীরগতি করণ-


সায়্যিদুনা হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূূল (ﷺ) ছিলেন সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি দানশীল এবং সবচেয়ে বেশি সাহসী। একরাতে মাদিনা বাসীরা ভীত সন্ত্রস্ত হল। সাহাবায়ে কিরাম এই বিকট শব্দের দিকে গেলেন, রাসূল (ﷺ) ঐ স্থানে পুনরায় এসে মিলিত হন। রাসূূূল (ﷺ) হযরত তালহা (رضي الله عنه)’র ঘোড়ার খালি পিটে আরোহী ছিলেন। রাসূূল (ﷺ)’র বরকতময় গর্দান মুবারকে তলোয়ার ছিল। রাসূল (ﷺ) বললেন, তোমাদেরকে এটি ভীত সন্ত্রস্ত করেনি। তিনি বলেন-



وَجَدْنَاهُ بَحْرًا، أَوْ إِنَّهُ لَبَحْرٌ


আমি একে বহমান সমুদ্রের শব্দের মতো পেয়েছি অথবা এটি সমুদ্র ছিল।



হযরত আনাস (رضي الله عنه) বলেন,



وَكَانَ فَرَسًا يُبَطَّأُ



-‘‘এই ঘোড়াটি অতি ধীর গতিতে চলল।’’  ১১৯


{১১৯. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮০২ পৃষ্ঠা, হা/২৩০৭, রাসূল (দ.)’র বীরত্ব অধ্যায়, সহীহ বুখারী, ৪/৩৯ পৃ. হা/২৯০৮, ।}



আক্বিদা


নাবীয়ে পাক (ﷺ) যেরূপ বাহাদুর এবং সাহসী ছিলেন অন্য কেউ এরূপ ছিল না। তিনি যেরূপ দানশীল ছিলেন অন্য কেউ এরূপ ছিল না। তাঁর পবিত্র শরীর মোবারক ঘোড়ার সাথে স্পর্র্শ হওয়ার কারণে ওই তজস্বী ঘোড়া মন্থরগতি সম্পন্ন হয়েছে। নবী আকরাম (ﷺ)’র পবিত্র বারকত মন্ডিত শরীর মোবারক অনেক বরকতবান এবং উপকার দানকারী।



হাত মোবারক থেকে বরকত অর্জন করা-


সায়্যিদুনা হযরত আনাস ইবনু মালিক (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূলে পাক (ﷺ) যখন ফজরের নামায শেষ করতেন, তখন মদিনা মুনাওয়ারার খাদেমগণ পানি ভর্তি পাত্র নিয়ে রাসূল (ﷺ)’র নিকট উপস্থিত হতেন। তখন রাসূল (ﷺ) প্রত্যেক পাত্রের মধ্যে নিজের হাত মোবারক ডুবাতেন। শীতকালীন কয়েকটি সকালে তিনি এরূপ করতেন।



فَيَغْمِسُ يَدَهُ فِيهَا



-‘রাসূল (ﷺ) নিজের হাত মুবারক তাতে ডুবাতেন।’  ১২০


{১২০. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮১২ পৃ, হা/২৩২৪, মিশকাত, ৩/১৬১৭ পৃ. হা/৫৬০৮, মুসনাদে বায্যার, ১৩/৩২৯ পৃ. হা/৬৯২৯, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ১৩/২৪৪ পৃ. হা/৩৬৭৭}



আক্বিদা


মুসলিম শরীফের ব্যাখ্যাকার আল্লামা আবু মালেকী (رحمة الله) এই হাদিসে পাকের ব্যাখ্যায় লেখেন যে, সাহাবায়ে কিরাম (رضي الله عنه) নবী করিম (ﷺ)’র হাত মুবারকের স্পর্শ থেকে বারকাত অর্জন করার জন্য পানির মধ্যে হাত লাগিয়েছেন। বুঝা গেল সাহাবায়ে কিরাম (رضي الله عنه)’র দৃষ্টিতেও রাসূল (ﷺ)’র হাত মোবারক বরকত এবং উপকার দানকারী। এটাও বুঝা গেল যে, বুজর্গগণের হাত মোবারক কোন বস্তুর সাথে স্পর্শ হলে তা বরকত মন্ডিত হয়।


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন