প্রিয় ইসলামী ভাইয়েরা! কোন নেকীই ছেড়ে দেয়া উচিত নয়।
জানিনা, আল্লাহ্ তাআলার মহান দরবারে কোন নেকীটা পছন্দ হয়ে যায়। পক্ষান্তরে, কোন ছোট থেকে ছোটতর গুনাহও না করা চাই। জানিনা, কোন গুনাহের উপর আল্লাহ্ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। আর তাঁর কষ্টদায়ক শাস্তি এসে আমাদের ঘিরে ফেলে। আ’লা হযরত (رحمة الله) এর খলীফা, ফকীহে আযম সায়্যিদুনা আবূ ইউসূফ মুহাম্মদ শরীফ,
মুহাদ্দিসে কুটলভী (رحمة الله) বর্ণনা করেছেন: “আল্লাহ্ তাআলা তিনটি জিনিষের মধ্যে তিনটি জিনিষকে গোপন রেখেছেন: (১) নিজের সন্তুষ্টিকে নিজের আনুগত্যের মধ্যে, এবং (২) নিজের অসন্তুষ্টিকে নাফরমানীর মধ্যে এবং (৩) নিজের ওলীগণকে তাঁর বান্দাদের মধ্যে।” একথা উদ্ধৃত করার পর ফকীহে আযম (رحمة الله) বলেন: “প্রতিটি নির্দেশ পালন করা ও প্রতিটি নেকীকে কাজে পরিণত করা চাই। কারণ, একথা জানা নেই, কোন পাপের উপর তিনি অসন্তুষ্ট হয়ে যান! হোক না ওই পাপ অতি ছোট। যেমন, (বিনানুমতিতে) কারো কাঠি (Toothpick) দিয়ে খিলাল করা।এটা বাহ্যিকভাবে অতি মা’মূলী বিষয়। কিংবা কোন প্রতিবেশীর মাটি দ্বারা তার অনুমতি ছাড়া নিজের হাত পরিস্কার করা। এটাও একটা নগণ্য বিষয়। কিন্তু এটাও হতে পারে, এ মন্দ কাজটিতেই মহান আল্লাহ্ তাআলার অসন্তুষ্টি নিহিত রয়েছে। সুতরাং এমন ছোট ছোট কাজ থেকেওবিরত থাকা চাই।” (আখলাকুস সালিহীন, ৫৬ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন