রোযার নিয়ত


نَوَيْتُ اَنْ اَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اَللهُ فَتَقَبَّلْ مِنِّىْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ .

উচ্চারণ: নাওয়াইতু আন্ আছুমা গাদাম্মিন্ শাহরে রামাযানাল্ মুবারাকে র্ফাদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল্ মিন্নী ইন্নাকা আন্ তাছ্ছামীউল আলীম্।

অর্থ: হে আল্লাহ্! আমি তোমার উদ্দেশ্যে আগামী দিন বরকতময় রমযান মাসের ফরয রোযা রাখার নিয়ত করলাম। অতএব ইহা আমার নিকট থেকে কবুল কর। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।



ইফতারের নিয়্যত


اَللّٰهُمَّ اِنِّـىْ لَكَ صُمْتُ وَبِكَ اٰمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ  .


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি লাকা ছুম্তু ওয়া বিকা আ-মান্তু ওয়া আ’লাইকা তাওয়াক্কাল্তু ওয়া ‘আলা রিয্কিকা আফতারতু।


অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্য রোযা রেখেছি, এবং তোমার উপর ঈমান এনেছি, এবং তোমার উপর ভরসা রেখেছি। এবং তোমার দেয়া রিযিক হতে ইফতার করছি।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন