জনৈক ব্যক্তি বিবাহের জন্য কিছু অর্থ সঞ্চয় করলো এবং তা নিসাবের সীমা অতিক্রম করলো

 

❏ প্রশ্ন-১৩০: জনৈক ব্যক্তি বিবাহের জন্য কিছু অর্থ সঞ্চয় করলো এবং তা নিসাবের সীমা অতিক্রম করলো। আর এই অর্থ কয়েক বছর যাবত তার নিকট গচ্ছিত রইলো। তবে পুরো বছর বিয়ে করার সুযোগ না হওয়ায় সে এখনো বিয়ে করেনি। তার এই সঞ্চিত অর্থ বিয়ের প্রয়োজন নির্বাহের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। এখন এই অর্থের ওপর একটি বছর অতিক্রান্ত হলে যাকাত ওয়াজিব হবে নাকি হবে না?

✍ উত্তর: যতক্ষণ পর্যন্ত এই অর্থ ব্যয় করা হবেনা ততক্ষণ বিয়ের প্রয়োজনাদি যাকাত ওয়াজিব হওয়ার ওপর কোন প্রভাব ফেলবে না। বরং ওই ব্যক্তির ওপর যথারীতি যাকাত ওয়াজিব হবে। অনুরূপ পিতা তার সন্তান অর্থাৎ পুত্র-কন্যার বিয়ের জন্য অর্থ সঞ্চয় করলে এবং তা যাকাতের নিসাব পরিমাণ পৌঁছালে একটি বছর অতিক্রান্ত হওয়ার পর তাতে যাকাত ওয়াজিব হবে।


وسبب لزوم ادائها توجه الخطاب



যাকাত প্রদান ওয়াজিব হওয়ার কারণ হচ্ছে আল্লাহ'র সম্বোধন অর্থাৎ আল্লাহ'র বাণী,



واٰتو الزكوٰة . وشرطه اى شرط افتراض ادائها حولان حول وهو فى ملكه وثمنية المال كالدراهم والدنانير الخ .



‘তোমরা যাকাত প্রদান করো’ এবং আদায় করা ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে সম্পদ ও সম্পদের মূল্য যেমন- দিরহাম ও দিনারের ওপর পূর্ণ একটি বছর অতিক্রান্ত হওয়া।


176. হাশিয়া আত্-তাহ্তাভী, খন্ড নং-১, পৃষ্ঠা নং ২৬৭ ও হিন্দিয়া ইত্যাদি।


________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন