(১) মাথার উভয় পার্শ্বে অথবা কাঁধের উভয় দিকে কাপড় বা চাদর ইত্যাদি ঝুলিয়ে রাখা।
(২) কপালের ধূলা-বালি নামায পড়াকালিন পরিস্কার করা।
(৩) সম্মুখের কাতারে জায়গা থাকা স্বত্বেও পিছনে একা দাঁড়ান।
(৪) সম্মুখে, ডানে, বামে অথবা মাথার উপরে জীব জন্তুর ছবি থাকা।
(৫) সূরা পড়া শেষ না হতেই রুকুতে যাওয়া।
(৬) আকাশের দিকে দৃষ্টি করা।
(৭) আঙ্গুল ফুটান।
(৮) ডানে-বামে দৃষ্টি নিক্ষেপ করা অথবা টেরা চোখে দেখা।
(৯) সিজ্দার সময় পুরুষের উভয় হাত মাটিতে বিছাইয়া দেওয়া।
(১০) টুপি ব্যতীত খালি মাথায় নামায পড়া।
(১১) জামার আস্তিন গুটিয়ে নামায পড়া।
(১২) পায়খানা-প্রস্রাব অথবা বায়ুর বেগ লয়ে নামায পড়া।
(১৩) বিনা কারণে কাশি দেওয়া।
(১৪) কাপড় দ্বারা নাক, মুখ ঢেকে রাখা।
(১৫) জীব-জন্তু অথবা মানুষের ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়া।
(১৬) জামার বোতাম খোলা রাখা।
(১৭) নামায পড়ার জন্য মসজিদে স্থান নির্দিষ্ট করে রাখা।
(১৮) নামায পড়ার সময় লুঙ্গি অথবা পায়জামা উপরের দিকে টান দেওয়া।
(১৯) (পুরুষের ক্ষেত্রে) উরু (রান) পেটের সঙ্গে মিলিয়ে সিজ্দা করা।
(২০) শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এদিক সেদিক নড়া-চড়া করা।
(২১) সিজ্দায় যাবার সময় বিনা কারণে হাঁটুর পূর্বে হাত মাটিতে রাখা।
(২২) আজানের পর প্রথম জমাতে ইমাম মেহরাব ছেড়ে অন্য জায়গায় নামায পড়া।
(২৩) জমাতে নামায পড়ার সময় বাম দিকে লোক বেশী হওয়া।
(২৪) নামায পড়ার সময় থুথু ফেলা।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন