চারজন ‘আকতাব’ এর নাম
سادات اشراف চারজন যথা:
১. সাইয়্যেদি আহমদ ইবনে রেফায়ী
২. সাইয়্যেদি আব্দুল কাদের জিলানী
৩. সাইয়্যেদি আহমদ আলবাদভী।
৪. সাইয়্যেদি ইব্রাহীম আল উসূফী আল কোরাইশী আল হাশেমী। এ চারজন হলেন ‘আকতাব’। তাঁরা এ চারজন سادات كرام এবং আহলে বায়তে মুস্তফা (ﷺ) এর অন্তর্ভূক্ত। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, এ হযরতগণ জীবদ্দশায় এবং ইন্তিকালের পরেও তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।
_____________
কালামুল আউলিয়া ফি শানে ইমামিল আউলিয়া
রহমাতুল্লাহে তায়ালা আলাইহিম আজমাঈন
রচনায়:মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী
অনুবাদ: অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ নুরুল আলম খাঁন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন