ইসলামে ঈদ শুধু দুটিতেই সীমাবদ্ধ নয়

 

ইসলামে ঈদ শুধু দুটিতেই সীমাবদ্ধ নয়-



❏ ইমাম বুখারী (رحمة الله) সংকলন করেন-



قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ العِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَكَانَ ذَلِكَ يَوْمَ الجُمُعَةِ، فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، ثُمَّ خَطَبَ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ



-‘‘তাবেয়ী আবূ উবায়দা (رحمة الله) বলেন, তারপর আমি ‘ওসমান ইবনে আফ্ফান (رضي الله عنه)-এর সাথে ঈদের দিন ঈদের নামাযে উপস্থিত হলাম, আর সে দিনটি ছিল জুম‘আর দিন। অতঃপর তিনি খুতবার পূর্বে জুম‘আর নামায পড়ালেন। তারপর খুতবা শুরু করলেন, অতঃপর বললেন, হে মানুষ সকল! নিশ্চয় মহান রব আজকে আমাদের জন্য দুটি ঈদকে একত্রিত করেছেন।’’ ৩৪


{৩৪. ইমাম বুখারী, আস-সহীহ, ৭/১০৩ পৃ. হা/৫৫৭২, ইমাম তাহাভী, শরহে মাশকালুল আছার, ৩/১৯২ পৃ. হা/১১৫৬, ইমাম বায়হাকী, আস-সুনানুল কোবরা, ৩/৪৪৫ পৃ. হা/৬২৯২, ইমাম যায়লাঈ, নাসবুর রায়্যাহ, ২/২২৫ পৃ.}


 


আক্বিদা


বুঝা গেল, ইসলামে দুটি ঈদই সীমাবদ্ধ নয়, জুম‘আর দিনসহ আরও অনেক ঈদ রয়েছে। তাই যারা বলে থাকেন ইসলামে দুটি ঈদ ছাড়া আর কোন ঈদ নেই তারা জাহেল বা অজ্ঞ। ৩৫


{৩৫. সম্পাদক কর্তৃক সংযোজিত।}


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন