আমিরুল মু‘মিনীন হযরত ‘ওসমান যিন্নূরাইন (رضي الله عنه)এর আক্বীদা
শাফায়াত করার অধিকার যারা পাবেন-
❏ আমিরুল মু‘মিনীন হযরত ‘ওসমান ইবনে আফ্ফান (رضي الله عنه) বলেন, আল্লাহর প্রিয় হাবিব (ﷺ) ইরশাদ করেন-
يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الشُّهَدَاءُ
-‘‘কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে, প্রথমে নবীগণ, তারপর আলেমগণ, তারপর শহীদগণ।’’ ৩১
{৩১. ইমাম ইবনে মাযাহ, আস-সুনান, হা/৪৩১৩, পরিচ্ছেদ: بَابُ ذِكْرِ الشَّفَاعَةِ, ইমাম সুয়ূতি, জামেউস সগীর, হা/১৪৫৬৫, তিনি বলেন, এ হাদিসটি ‘হাসান’। ইমাম আজরী, আশ-শারিয়্যাহ, ৩/১২৪৬ পৃ. হা/৮১৫, ইমাম ইবনুল র্বা, জামিউল বায়ানুল ইলমি ওয়া ফাদ্বলিহি, ১/১৪৯ পৃ. হা/১৫২, খতিব তিবরিযি, মিশকাত, হা/৫৬১১, শায়খ ইউসুফ নাবহানী, ফতহুল কাবীর, ৩/৩৯৮ পৃ. হা/১৪৪৩৭, ইমাম ইবনে আদি, আল-কামিল, ৬/৪৬১ পৃ. ক্রমিক. ১৪০৬, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১৪/৪০১ পৃ. হা/৩৯০৭২, আল্লামা আজলূনী, কাশফুল খাফা, ২/৩৯৮ পৃ. হা/৩২৫৯, মোল্লা আলী ক্বারী, মেরকাত, ৮/৩৫৭৪ পৃ. হা/৫৬১১, আল্লামা মানাভী (رحمة الله) এ হাদিস প্রসঙ্গে লিখেন- وَاِسْنَادَهُ حَسَنٌ -‘‘এ সনদটি ‘হাসান’ পর্যায়ের। (মানাভী, তাইসির, ২/৫০৮ পৃ.)}
আক্বিদা
এ হাদিস থেকে জানতে পারলাম যে হাশরের ময়দানে আমাদের নবী (ﷺ)ই শুধু নন বরং তাঁর উম্মাত থেকে অনেকেও শাফায়াত করার অধিকার লাভ করবেন।
❏ আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) লিখেন-
وَفِي الْعَطْفِ بِثُمَّ دَلَالَةٌ صَرِيحَةٌ عَلَى تَفْضِيلِ الْعُلَمَاءِ عَلَى الشُّهَدَاءِ
-‘‘এখানে প্রিয় নবী (ﷺ) আলেমদের পরে আতফ করে শহীদগণের কথা বলেছেন, এর দ্বারা এ বিষয়টি প্রমাণিত হয় যে আলেমদের মর্যাদা শহীদগণের উপরে।’’ ৩২
{ ৩২. মোল্লা আলী ক্বারী, মেরকাত, ৮/৩৫৭৪ পৃ. হা/৫৬১১}
বুঝা গেল শাফায়াত প্রমাণিত বিষয়। ৩৩
{৩৩. সম্পাদক কর্তৃক সংযোজিত।}
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন