উম্মতে মুহাম্মাদীর মর্যাদা-
❏ ইমাম আবু দাউদ (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ نِصْفِ لَيْلَةٍ، وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ لَيْلَةٍ
-‘‘হযরত ‘ওসমান ইবনু আফ্ফান (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি ইশার নামায জামা‘আতের সাথে আদায় করলো সে যেন অর্ধ রাত্রি ইবাদত করলো। আর যে ব্যক্তি ইশা এবং ফজরের নামায জামা‘আতের সাথে আদায় করলো সে যেন সারা রাত ইবাদত করলো।’’ ৩৬
{৩৬. ইমাম আবু দাউদ, আস-সুনান, ১/১৫২ পৃ. হা/৫৫৫, সহীহ ইবনে খুজায়মা, হা/১৪৭৩, সুনানে দারেমী, ২/৭৮০ পৃ. হা/১২৬০, ইমাম মুসলিম, আস-সহীহ, ১/৪৫৪ পৃ. হা/৬৫৬, পরিচ্ছেদ: بَابُ فَضْلِ صَلَاةِ الْعِشَاءِ وَالصُّبْحِ فِي جَمَاعَةٍ , ইমাম খতিব তিবরিযি, মিশকাত, ১/১৯৮ পৃ. হা/৬৩০, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ২/২৩১ পৃ. হা/৩৮৫}
আক্বিদা
আমাদের নবীর পূর্বের সকল নবীর শরীয়ত ছিল যে, যে যতটুকু সময় বা বছর ইবাদত করবে সে ততটুকু সময় বা বছরই ইবাদতের সাওয়াব পাবে, কিন্তু উম্মাতে মুহাম্মাদীর বেলায় ভিন্ন। তারা অল্প ইবাদতেও অধিক সাওয়াব লাভ করে থাকেন, তার কারণ তারা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। ৩৭
{৩৭. সম্পাদক কর্তৃক সংযোজিত।}
জানাযা ‘নামায’ এবং তার তাকবীরের সঠিক সংখ্যা-
❏ ইমাম ইবনে মাযাহ (رحمة الله) সংকলন করেন-
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ: أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا
-‘‘হযরত উসমান ইবনে আফ্ফান (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় নবী কারিম (ﷺ) সাহাবী উসমান ইবনে মাযউন (رضي الله عنه)-এর জানাযার নামায চার তাকবীরে আদায় করেন।’’ ৩৮
{৩৮. ইমাম ইবনে মাযাহ, আস-সুনান, ১/৪৮১ পৃ. হা/১৫০২, হাদিসটির সনদ ‘হাসান’।}
আক্বিদা
সাহাবায়ে কিরামগণের আক্বিদা ছিল জানাযা দোয়া নয় বরং নামায, এজন্যই হযরত ওসমান (رضي الله عنه) (صَلَّى) শব্দ ব্যবহার করেছেন। তাই যারা সাহাবিদের বিরোদ্ধে আক্বিদা পোষণ করেন তারা সবাই জাহান্নামী ৭২ দলের অর্ন্তভুক্ত। এ হাদিস থেকে আরও বুঝতে পারলাম যে, জানাযার নামাযের তাকবিরের সংখ্যা চারটি। ৩৯
{৩৯. সম্পাদক কর্তৃক সংযোজিত।}
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন