শাসকবর্গের অত্যাচারে ধৈর্য ধারণ করা সালফে সালিহীন বা পূর্বসূরী নেক লোকদের স্বভাব ও গুণাবলীর মধ্যে এটাও একটা স্বভাব ও গুণ যে, তারা শাসকবর্গের অত্যাচারে ধৈর্য ধারণ করতেন এবং মনে করতেন যে, এটা তার গুনাহর তুলনায় খুব কম শাস্তি। হযরত সালিহ মুররী (রহ) বলেন- যার ভিতর ও বাহির ঠিক ও এক রকম নয়, তার উপর কোন বিপদ নেমে আসলে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই। কারণ এটা তার বদ আমলের পরিনাম। হযরত উমর ইবনে আব্দুল আযীয (রহ) বলেন- হাজ্জাজ ইবনে ইউসুফ আল্লাহর প্রেরিত এক বিপদ যা মানুষের কৃতকর্মের শাস্তিস্বরুপ ছিল। মুহাম্মদ ইবনে ইউসুফের ভাই তাকে হিকামের জোর-যুলুমের ব্যাপারে অভিযোগ করে পত্র লিখেন। তখন তিনি জবাবে লিখেন, হে ভাই! তোমার পত্র আমার নিকট পৌঁছেছে। তুমি তোমার অবস্থার কথা লিখেছ। জেনে রাখ যে, যে ব্যক্তি কোন পাপের মধ্যে থাকে তার উচিত নয় চলমান শাস্তিতে বিস্ময় প্রকাশ করা। যেই অবস্থার মধ্যে তুমি নিপতিত আছ আমি মনে করি তার কারণ শুধুই গুনাহ। ওয়াস সালাম। হযরত মালিক ইবনে দীনার (রহ) বলেন, তাওরাতে লিখা আছে- قُلُوبُ الْمُلُوكِ بِيَدِي، فَمَنْ أَطَاعَنِي جَعَلْتُهُمْ عَلَيْهِ رَحْمَةً، وَمَنْ عَصَانِي جَعَلْتُهُمْ عَلَيْهِ نِقْمَةً، وَلَا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِسَبِّ الْمُلُوكِ، وَلَكِنْ تُوبُوا إِلَيَّ أُعَطِّفْهُمْ عَلَيْكُمْ বাদশাহদের অন্তর আমার নিয়ন্ত্রণে। অতএব যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমি তার জন্য তাদেরকে রহমতের কারণ বানিয়ে দেব। আর যে আমার নাফরমানী করবে তার জন্য আমি তাদেরকে শাস্তি ও কষ্টের কারণ বানিয়ে দিব। আর তোমরা বাদশাহদের পরিবর্তে আমার সাথে সম্পর্ক কায়েম কর, তাহলে আমি নিজে তাদেরকে তোমাদের প্রতি দয়ার্দ্র করে দিব। হযরত সুফিয়ান সাওরী (রহ) বলেন, আমরা এমন আলিমদের সন্ধান লাভ করেছি যারা ঘরে থাকা পছন্দ করতেন। আর আজকের আলিমরা আমির-উমরা ও যালিমদের সহচর। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ (রহ) বলেন- বাদশাহ যখন যুলুমের রাজত্ব কায়েম করে তখন আল্লাহ তাআলা তার রাজত্বে স্বল্পতা সৃষ্টি করে দেন। যার ফলে ব্যবসা-বাণিজ্যে, রুযি-রোজগারে এবং ক্ষেত-খামার তথা সবকিছুর মধ্যে সংকট সৃষ্টি হয়ে যায়। হযরত মালিক ইবনে দীনার (রহ) বলেন, যখন দেখবে বাদশাহ ও প্রশাসক মোটা-তাজা হয়েছে, তখন মনে করবে সে তার প্রজাদের এবং তার প্রতিপালকের খিয়ানত করেছে। অতএব অনুধাবন কর। وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ চলবে ইনশাআল্লাহ
______________
তাম্বিহুল মুগতাররীন - পথভ্রান্তদের পথনির্দেশ।
ইমাম শা'রানী রহমাতুল্লাহি আলাইহি
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন