কাসীদায়ে নু'মান,পংক্তি ❗২১❗-❗৩০❗


❗২১❗

وعليك ظللت الغمامة في الوري
والجذع حن الي كريم لقاك

অর্থ: মেঘ আপনার মাথা মুবারকের উপর ছায়া দিয়েছে। আপনার সাক্ষাৎ লাভের আশায় শুষ্ক খেজুর গাছের কান্ড ঢুকরে কেঁদেছিলো।

"তব নুরানী মস্তক পরে ছিল বিরাজীত মেঘমালার ছায়া।
ঢুকরে কেদেছিলো খেজুর কাষ্ঠ তব বিরহে জ্বলেছিল হিয়া!"

❗২২❗

وكذاك لا اثرلمشيك في الثري
والصخر قد غاصت به قدمك

অর্থ: নরম মাটিতে আপনার বরকত মন্ডিত পদচিহৃ পরে নাই, আবার কঠিন পাথরে আপনার কদম মুবারকের ছাপ অঙ্কিত হয়ে গেছে।

"কাঁদামাটি লাগায়নিকো কাঁদা তব পাক কদমে!
কঠিন পাথর গলে মোম হায়, তব কদম চুমে"

❗২৩❗

وشفيت ذالعاهات من امراضه
وملات كل الارض من جدواك

অর্থ: আপনি রোগীকে রোগ ব্যাধি হতে আরোগ্য দান করেছেন, এবং সমগ্র পৃথিবী তথা ক্বায়িনাতকে আপনার অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ করেছেন।

"তব দয়ায় হে মুনীব! রোগীর মরণ-ব্যাধিও সারে,
তব অনুগ্রহ-অনুকম্পায় গিয়াছে জগত ভরে!"

❗২৪❗

ورددت عين قتادة بعد العمي
وابن الحصين شفيته بشفااك

অর্থ: অন্ধ হয়ে যাওয়া হযরত ক্বাতাদা রদ্বিয়াল্লাহু আনহু উনার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আর অসুস্থ হযরত ইবনে হাসীন রদ্বিয়াল্লাহু আনহু উনাকে সুস্থ করে দিয়েছেন।

"অন্ধ ক্বাতাদা(রাঃ) তব দয়ায় পেয়েছেন চোখের দৃষ্টি,
অসুস্হ ইবনে হাসীনে(রাঃ)সুস্হ করিতে ঝরেছে দয়াবৃষ্টি!"

❗২৫❗

وكذا خبيبا وابن عفرا بعدما
جر حا شفيتهما بلمس يداك

অর্থ: হযরত খুবাইব এবং হযরত ইবনে আফরা রাদ্বিয়াল্লাহু আনহুমা উনারা আপনার দুই হাত মুবারকের স্পর্শে সুস্থ হয়ে গিয়েছেন।

"খুবাইব এবং ইবনে আফরা(রাঃ) তাঁদের উভয়জন,
সুস্হ হল পরশ পেয়ে তব দু হস্ত আলিঙ্গণ!"

❗২৬❗

وعلي من رمد اذ داويته
في خيبر فشفي بطيب لماكا

অর্থ: খায়বারে আপনার ঠোঁট মুবারকের সুগন্ধি দ্বারা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু'র চোখ মুবারকের অসুস্থতা সারিয়ে দিয়েছেন।

"খায়বর গিরিতে তব পূত-ঠোঁট সুগন্ধির ছড়িয়েছিল বাহার!
সে সুঘ্রাণে চক্ষু সমেত তখনি পূর্ণ সুস্হ হায়দার(রাঃ)"

❗২৭❗

وسالت ربك في ابن جابر بعد ما
ان مات فاحياه و قد ارضاك

অর্থ: আপনার দোয়ায় হযরত জাবির রাদ্বিয়াল্লাহু আনহু'র শহীদ হয়ে যাওয়া দুই সন্তানকে আল্লাহ পাক জীবিত করে আপনাকে সন্তুষ্ট করেছিলেন।

"তব দুআ'য় আল্লাহ তোমায় করেছিলেন তুষ্ট!
হযরত জাবির (রাঃ)'র শহীদ দু পুত্রের বদলে অদৃষ্ট!"

❗২৮❗

شاة مست لام معبد التي
نشفت فدرت من شفا رقياك

অর্থ: হযরত উম্মে মা'বাদ রাদ্বিয়াল্লাহু আনহা'র বকরীর দুধ শুকিয়ে গেলে আপনারই হাত মুবারকের স্পর্শে আবারো দুগ্ধবতী হয়েছিল।

"তব পাক হাতের ছোয়ায় উম্মে মা'বাদের (রাঃ) দূগ্ধহীন বকরী,
তব মুজেযা তব পাক-হস্ত বরকতে হল দূগ্ধবতী!"

❗২৯❗

ودعوت عام القحط ربك معلنا
فانهل قطر السحب حين دعاك

অর্থ: অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষের বছর আপনি দোয়া করেছিলেন, সাথে সাথে মুশুলধারে বৃষ্টি শুরু হয়েছিল।

"অনাবৃষ্টি আর দূর্ভীক্ষের সে কঠিন ক্ষণে,
তব দোয়! "সাথে-সাথে মুষলধারে বৃষ্টি আনে!"

❗৩০❗

ودعوت كل الخلق فانقادوا الي
دعواك طوعا سامعين نداك

অর্থ: সমগ্র সৃষ্টি জগৎকে আপনি সত্যের দাওয়াত দিলেন, সবাই স্বেচ্ছায় আপনার দাওয়াত মুবারকে সাড়া দিয়েছিল।"

"সমগ্র জগতকে করিলে তব সত্য-আহ্বান,
স্বেচ্ছায় আসিল জনস্রোত সমুদ্র বহমান!"

_____________
লেখকঃ ইমামে আজম ইমাম নু'মান বিন সাবিত (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন