❗১১❗
ﻭﺩﻋﺎﻙ ﺍﻳﻮﺏ ﻟﻀﺮ ﻣﺴﻪ
ﻓﺎﺯﻳﻞ ﻋﻨﻪ ﺍﻟﻀﺮ ﺣﻴﻦ ﺩﻋﺎﻙ
অর্থ: হযরত আইয়ুব আলাইহিস সালাম তাঁর বিশেষ প্রয়োজনের সময় (রোগে আক্রান্ত অবস্থায়) আপনাকে ডাকলেন। তৎক্ষণাৎ উনার সে প্রয়োজন পুরা হয়ে গেল (তিনি সুস্থ হয়ে গেলেন)।
"যবে ডাকিলেন রোগে কাতুর আইয়ুব(আঃ) মনে প্রাণে সহসাই হল হাজত পুরা,
ফিরেন সুস্বাস্থ্য বদনে!"
❗১২❗
ﻭﺑﻚ ﺍﻟﻤﺴﻴﺢ ﺍﺗﻲ ﺑﺸﻴﺮﺍ ﻧﺤﺒﺮﺍ
ﺑﺼﻔﺎﺕ ﺣﺴﻨﻚ ﻣﺎﺩﺣﺎ ﺑﻌﻼﻙ
অর্থ: হযরত ঈসা আলাইহিস সালাম আপনার সুমহান আগমনের সুসংবাদ নিয়ে এসেছিলেন। তিনি আপনার সৌন্দর্য এবং সুউচ্চ মর্যাদার প্রসংসা করেছেন।
"তব শুভাগমনের বাসন্তী বার্তা এনেছিলেন মরিয়ম তনয়!
তব জৌলুস, তব জুলুস কীর্তি বর্ণনার করেছেন সমন্বয়!"
❗১৩❗
ﻭﻛﺬﺍﻙ ﻣﻮﺳﻲ ﻟﻢ ﻳﺰﻝ ﻣﺘﻮﺳﻼ
ﺑﻚ ﻓﻲ ﺍﺍﻗﻴﺎﻣﺔ ﻳﺤﺘﻤﻲ ﺑﺤﻤﺎﻙ
অর্থ: হযরত মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আপনারই উসীলা নিয়েছেন। আবার হাশরের দিনও আপনার আশ্রয় চাইবেন।
তব উছিলাই ছিল ছিলাহ (হাতিয়ার) কলীমের দুনিয়াভরে।
রোজ হাশরেও উতরে যাবে কলীমুল্লাহ তব উছীলা ভরে।"
❗১৪❗
ﻭﺍﻻﻧﺒﻴﺎﺀ ﻭﻛﻞ ﺧﻠﻖ ﻓﻲ ﺍﻟﻮﺭﻱ
ﻭﺍﻟﺮﺳﻮﻝ ﻭ ﻻﻣﻼﻙ ﺗﺤﺖ ﻟﻮﺍﻙ
অর্থ: সকল নবী-রসূল আলাইহিমুস সালাম, রাজা বাদশা এবং সমস্ত সৃষ্টি জগৎ আপনারই ঝান্ডাতলে আশ্রয় চাইবে।
"তব ঝান্ডাতলে আশ্রয় মাগিবে!নবীবর সকল!
রাজা-বাদশা,সৃষ্টির সবে,এ ধরা মহীতল!"
❗১৫❗
لك معجزات اعجزت كل الوري
وفضاءل جلت فليس تحاك
অর্থ: আপনার অগণিত অসংখ্য বিস্ময়কর মুজিজা রয়েছে। আরো আছে অগনিত সুমহান গুনাবলি, যা বর্ননা করে শেষ করা যাবে না।"
"তব মূগ্ধ-মুজিজা(মিরাকলস) আছে অগণিত!
তব সুমহান গূণাধার! যার বর্ণন অসমাপীত"
❗১৬❗
نطق الذراع بسمه لك معلنا
والضب قد لباك حين اتاك
অর্থ: বিষধর প্রানী নত মস্তকে আপনার সাথে কথা বলেছে। গুইসাপও আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে।
"বিষধর প্রাণীকূল নত মস্তকে করেছে আর্জি!
তব নবুয়ত প্রমাণে গুইসাপ গেল সাক্ষী সাজি।"
❗১৭❗
والذءب جاءك و الغزالة قد اتت
بك تستجير و تحتمي بحماك
অর্থ: জঙ্গলের নেকড়ে বাঘ এবং হরিনী আপনার নিকট আশ্রয় এবং নিরাপত্তা লাভের জন্য এসেছে।
"তব দ্বারে আশ্রয়, নিরাপত্তা যাচিছে বনের হরিণী,
বনের নেকড়েও তব দ্বারে চিরই ঋণী!"
❗১৮❗
وكذ الو حوش اتت اليك وسلمت
وشكا البعير اليك حين راك
অর্থ: বন্যপশুরা আপনার কাছে এসে সালাম দিয়েছে। আর উট আপনাকে দেখে নিজের কষ্টের কথা ব্যক্ত করেছে।
"বন্যপশুরা সালাম-সিজদায় লুটিছে বারে-বারে!
উটের দূঃখ আপনি বিনা বলিছে কাহারে!"
❗১৯❗
ودعوت اشجارا اتتك مطيعة
وسعت اليك مجيبة لنداك
অর্থ: আপনি গাছকে ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দিয়ে গাছ অনুগত হয়ে আপনার পানে ছুটে এসেছে।
"তব ডাকের সাড়ায় অনড় সে বৃক্ষটি
অনুগত দাস হাযির যেন! শেকড় উপড়ি!"
❗২০❗
والماء فاض براحتيك وسبحت
صم الحصي بالفضل في يمناك
অর্থ: আপনার পুতঃপবিত্র হাত মুবারক থেকে পানির স্রোতধারা প্রবাহিত হয়েছে, আর আপনার ডান হাতের ইশারায় নির্বাক পাথরও তাসবীহ পাঠ করেছে।
"তব পূত-হস্তে প্রবাহিত পঞ্চ-নদের বান!
তব ডান হস্তে জড়-পাথর ফিরে পেল জান!"
___________
লেখকঃ ইমামে আজম ইমাম নু'মান বিন সাবিত (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন