কাসীদায়ে নু'মান, পংক্তি নং- ❗১❗-❗১১❗



❗১❗
ﻳﺎﺳﻴﺪ ﺍﻟﺴﺎﺩﺍﺕ ﺝﺀﺗﻚ ﻗﺼﺪﺍ
ﺍﺭﺟﻮ ﺭﺿﺎﻙ ﻭﺍﺣﺘﻤﻲ ﺑﺤﻤﺎﻙ

অর্থ: হে মহান সাইয়্যিদ (সরদার)! আপনার মহান সন্তুষ্টি ও আশ্রয় লাভের উদ্দেশ্যে আমি আপনার নিকটে এসেছি।"

"হে মনিব! এসেছি তব দ্বারে লয়ে বড় আশা,
লভিব তব তুষ্টি তব আশ্রয়ে বাঁধিব বাসা"

❗২❗

ﻭﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ ﺍﺧﻼﺀﻕ ﺍﻥ ﻟﻲ
ﻗﻠﺒﺎ ﻣﺸﻮﻗﺎ ﻻ ﻳﺮﻭﻡ ﺳﻮﺍﻙ

অর্থ: হে সৃষ্টির সর্বোত্তম ! আল্লাহর শপথ করে বলছি, আমার এই আগ্রহী হৃদয় শুধু আপনাকেই চায়, আর কাউকে নয়।"

"হে সৃষ্টির সেরাজন! শপথ মহান আল্লাহর!
তৃষিত হৃদয়ের কামণা, শুধু তুমি! নহে কেহ আর"

❗৩❗

ﻭﺑﺤﻖ ﺟﺎﻫﻚ ﺍﻧﺒﻲ ﺑﻚ ﻣﻐﺮﻡ
ﻭﺍﺍﻟﻠﻪ ﻳﻌﻠﻢ ﺍﻧﻨﻲ ﺍﻫﻮﺍﻙ

অর্থ: আপনার মহিমার শপথ! আমি শুধু আপনারই অনুরাগী। আল্লাহ পাক জানেন, আমি কেবল আপনাকেই চাই।"

"শপথ! মহান আল্লাহর মহত্ত্বের,
আমি শুধু তব অনুরাগী!
আল্লাহ পাকই ভাল জানেন!
আমি তব প্রেম-শরাব পানেতে ব্যাকুল হে সাক্বী!"

❗৪❗

ﺍﻧﺖ ﺍﻟﺬﻱ ﻟﻮﻻﻙ ﻣﺎ ﺧﻠﻖ ﺍﻣﺮﺀ
ﻛﻼﻭ ﻻ ﺧﻠﻖ ﺍﻟﻮﺭﻱ ﻟﻮﻻﻙ

অর্থ : আপনি না হলে, না কোন মানুষ সৃষ্টি করা হত, না নিখিল বিশ্বের কোন কিছু সৃষ্টি হত।"

"যদি না হতো তব সৃজন,
হতোনা সৃষ্টির এত আয়োজন!
হতো না কভূ কায়েনাতের প্রকাশ,
যদি না  হতো তব রচন!"

❗৫❗

ﺍﻧﺖ ﺍﻟﺬﻱ ﻣﻦ ﻧﻮﺭﻙ ﺍﻟﺒﺪﺭ ﺍﻛﺘﺴﻲ
ﻭﺍﻟﺸﻤﺲ ﻣﺸﺮﻗﺔ ﺑﻨﻮﺭ ﺑﻬﺎﻙ

অর্থ : আপনার নূর মুবারকের পোশাক পরে চন্দ্র আলোকিত হয়েছে। আপনারই নূর মুবারকের আভায় সূর্য জ্যোতির্ময় হয়েছে।

"তব পূত-জ্যোতির মোতিবস্ত্র পরে চন্দ্র বিলায় আলো!
তব পূত-আলোক প্রভায় প্রদীপ্ত রবির উদয় হলো!"


❗৬❗

انت الذي لما رفعت الي السماء
بك قد سمت وتزينت لسراك

অর্থ: আপনাকে উর্ধাকাশে ভ্রমন করানোর ফলেই আসমান সুউচ্চ এবং সুশোভিত হয়েছে।"

"আপনি এমন রাজন! যার অভ্যর্থনায় আকাশ সুউচ্চ!
যার ভ্রমণকল্পে ঊর্ধ্বজগত সুশোভিত পুষ্পগুচ্ছ!"

❗৭❗

انت الذي ناداك ربك مرحبا
ولقد دعاك لقربه وحباك

অর্থ: আপনাকে আপনার মহান রব (মি'রাজের) সাদর সম্ভাষণ জানিয়েছেন। তিনি আপনাকে একান্ত নিজের কাছে ডেকে নিয়ে নৈকট্য দান করেছেন।

"তব মহান প্রভু আপনাকে (মীরাজ শরীফে) জানিয়েছেন সাদর সম্ভাষণ!
একান্তে ডেকে, অতি কাছেতে টেনে, দিয়েছেন সর্বোচ্চ আসন!"

❗৮❗

انت الذي فينا سالت شفاعة
لباك ربك لم تكن لسواك

অর্থ: আপনি যখন আমাদের জন্য শাফায়াত চাইলেন, আপনার রব সেটা মঞ্জুর করলেন। এ মর্যাদা (সর্বপ্রথম) আপনি ছাড়া আর কেউ অর্জন করতে পারে নি।

"তব আকুতি মহান রবের প্রতি যাচিলে 'শাফাআত' আবদার,
কবুল করিয়া প্রভূ,
মান দানিলেন না ছিল কারো না হবে কাহার!"

❗৯❗

انت الذي لما توسل ادم
من زلة بك فاز وهو اباك

অর্থ: আপনার সুমহান উসীলায় হযরত আদম আলাইহিস সালাম দোয়া কবুল হল, অথচ তিনি আপনার আদি পিতা।

"তব উছিলায় নাজাত পায় বাবা আদম (আঃ)
আসিলে পুত্রমত- মূলেতে পিতা, পুত্র আদম (আঃ)"
[আদম (আঃ) হলেন সমগ্র মানবের আদি পিতা, আর রাসূলুল্লাহ (ﷺ) হল সকলে রূহানী ইমানী পিতা]

❗১০❗

وبك الخليل دعا فصارت نره
بردا وقد خمدت بنور سناك

অর্থ: আপনারই সুমহান উসীলা দিয়ে হযরত ইব্রাহীম আলাইহিস সালাম দোয়া করলেন, ততক্ষনাৎ সে আগুন ঠান্ড হয়ে গেল।"

"তব সুমহান উছিলায় যবে হাত তুলেন খলীল(আঃ)
হুকুমে জলীল অগ্নিকুন্ড কুসুম-কানন সাবলীল!"

____________

লেখকঃ ইমামে আজম ইমাম নু'মান বিন সাবিত (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন