❗৩১❗
وخفضت دين الكفر يا علم الهدي
ورفعت دينك فاستقام هداك
অর্থ: হে সমগ্র ক্বায়িনাতের হেদায়েত ! আপনি কুফরের দ্বীনকে অবনত করে নিজের পবিত্র দ্বীনকে স্বমুন্নত করেছেন। তাই আপনার পথ সুদৃঢ় হয়েছে ।
"হে জগত সুপথের দিশারী! করেছেন তব দ্বীনন উন্নত কুফর বিতাড়ী,
ফলে আপনার পথ হল সুদৃঢ় মজবুত দূরিলে আঁধারী!"
❗৩২❗
اعداك عادوا افي القليب بجهلهم
صر عي وقدحرموا الرضي بجفاك
অর্থ: আপনার প্রতি শত্রুতা পোষণ কারীরা মূর্খতা নিয়ে অন্ধ কুপেই পরে রয়েছে। আপনার সাথে শত্রুতার কারনে তারা আল্লাহর সন্তুষ্টি থেকে চিরবঞ্চিত হয়েছে।
"তব সহিত কৃতঘ্নের দল অজ্ঞতার ভারে ডুবিল অন্ধকূপে,
তব সনে শত্রুতা ফিরিয়া আসিল খোদায়ী গযবরূপে।"
❗৩৩❗
في يوم بدر قد اتتك ملاءك
من عند ربك قاتلت اعداك
অর্থ: বদরের জিহাদে আল্লাহ পাকের পক্ষ থেকে ফিরিশতাগণ এসে আপনার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছেন।
"বদরের প্রান্তরে সংখ্যালঘু মুসলিমের প্রথম জিহাদ,
আল্লাহর আদেশে ফেরেশতা-সৈনিক তব শত্রু হননে আহ্লাদ!"
❗৩৪❗
والفتح جاءك يوم فتحك مكة
والنصر في الاحزاب قد وافاك
অর্থ: পবিত্র মক্কা বিজয়ের দিন আপনার চুড়ান্ত বিজয় প্রকাশ হয়েছিল। আহযাব বা খন্দকের জিহাদে আল্লাহ পাকের সাহায্য আপনার সাথেই ছিল।
"মক্কা বিজয় ছিল 'ফতহে মুবীন' তব চূড়ান্ত বিজয়গাঁথা রচেছিল সেদিন!
আহযাব কিবা খন্দক খোদার দয়া তব লাগি সদা ছিল অমলিন!"
❗৩৫❗
هود و يونس من بهاك تجملا
وجمال يوسفا من ضياء سناك
অর্থ: হযরত হুদ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম এবং হযরত ইউনূছ আলাইহিস সালাম আপনার সৌন্দর্যচ্ছটায় ভূষিত ছিলেন। হযরত ইউসূফ আলাইহিস সালাম এর সৌন্দর্য আপনারই আলোকোজ্জ্বল নূরের ঝলক থেকে উৎসারিত।"
"হযরত হুদ এবং ইউনুছ(আঃ) তব রূপচ্ছটার ভূষণে ভূষিত!
ইউসুফ (আঃ)'র অতূল সৌন্দর্য তব নুরের ঝলক হতে উৎসারীত!
❗৩৬❗
فقد فقت ياطه جميع الانبياء
طرا فسحان الذي اسراك
অর্থ: ইয়া ত্বোয়াহা (ﷺ)! আপনার আসন সকল নবী-রসূল আলাইহিমুস সালাম গণের মধ্যে সর্বাপেক্ষা উচ্চশিখরে অধিষ্ঠিত।
সকল প্রসংসা সেই আল্লাহর যিনি রাতের কিছু সময় আপনাকে নিজের অত্যন্ত নিকটবর্তী সফর করিয়েছিলেন।
"হে ত্ব-হা (ﷺ)!তব মক্বাম সকল আম্বিয়ার চির ঊর্ধ্বে,
সব প্রশংসা মহান খোদার যিনি রাত্রি কিয়দাংশে সফর করান তোমায়, সর্বোর্ধ্বে!
❗৩৭❗
والله يا يسين مثلك لم يكن
في العالمين و حق من انباك
অর্থ: ইয়া ইয়াসীন (ﷺ) ! আল্লাহর কসম , সমগ্র সৃষ্টিকুলে আপনার মত কেউ নাই (আপনি বেমিশাল)।
"হে ইয়াছীন (ﷺ) মহান আল্লাহর শপথ!
সমগ্র সৃষ্টিকূলে অতূল তুমমি নেই দ্বীমত!
❗৩৮❗
عن وصفك الشعراء يامدثر
عجزوا وكلوا من صفات علاك
অর্থ: ইয়া মুদ্দাসির (ﷺ) ! আপনার সুমহান শান মুবারক কবিগণ বর্ননা করতে অক্ষম। আপনার মর্যাদা তুলে ধরতে তার অপারগ।
"হে মুদ্দাচ্ছির (ﷺ)তব শান বয়ানে থেমে যায় কবির কলম,
তব সুমর্যাদার বর্ণন দিবে নেই তাদদের সে ইলম-হিলম!
❗৩৯❗
انجيل عيسي قد اتي بك مخبرا
ولنا الكتاب اتي بمدح حلاك
অর্থ: হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র ইঞ্জিল শরীফে আপনার সুসংবাদ দিয়েছেন। কুরআন শরীফেও আপনার প্রশংসা বিদ্যমান।
"পবিত্র ইন্জিলে ঈসা (আঃ) দিয়েছেন সুসংবাদ,
পাক-ক্বুরআনের আদ্যোপান্ত তব স্তুতিতে আবাদ!"
❗৪০❗
ماذا يقول الماد حون وما حسي
ان تجمع الكتاب من معناك
অর্থ: প্রশংসাকারীগন আপনার কি প্রসংসা করবে? লেখকগণই বা আপনার ছানা সিফত কতটুকু লিখতে পারবে ?"
"তব নান্দী-গুজারীর দল আর কিইবা! নান্দী করবে!
স্তুতির লিখকের কলম কালি আর কতইবা! চলবে!"
____________
লেখকঃ ইমামে আজম ইমাম নু'মান বিন সাবিত (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন