কাসীদায়ে নু'মান,পংক্তি ❗৪১❗-❗৫০❗


❗৪১❗

والله لو ان البحار مدادهم
والشعب اقلام جعلن لذاك

অর্থ: আল্লাহর কসম! সকল সমুদ্রকে যদি কালিতে পরিনত করা হয়,
আর সকল গাছগুলোর ডাল-পালাকে যদি কলম বানানো হয়।

"খোদার শপথ! সমুদ্র-সকল যদি বনে কালি,
কলম যদি হয় বৃক্ষ-সকল আর তার ডালি।"

❗৪২❗

لم يقدر الثقلان يجمع قدره
ابدا وما استطاعوا له ادراك

অর্থ: তরপরও জ্বিন-ইনসান আপনার শান লিখে শেষ করতে পারবে না। আপনার হাক্বীকী মর্যাদার সঠিক উপলব্ধি করা তাদের কারো পক্ষে সম্ভব নয়।

"তদুপরি,মানব-দানব তব শান লিখিতে হবে হয়রান,
তাদের পক্ষে অসম্ভব! বুঝা দায়! তদীয় প্রকৃত সম্মান!"

❗৪৩❗

بك لي قليب مغرم ياسيدي
وحشاشة محشوة بهواك

অর্থ: হে আমার সাইয়্যিদ ! আমার হৃদয় আপনারই ইশকে আসক্ত। আমার প্রাণ শুধু আপনারই ভালোবাসায় পরিপূর্ণ ।

"হে মালিক! এ হৃদয় তব প্রেমাসক্ত,
এ প্রাণ তব অনুরাগের পূর্ণ-ভক্ত!"

❗৪৪❗

فاذا سكت ففيك صمتي كله
واذا نطقت فماد حا علياك

অর্থ: আমি যখন চুপ থাকি তখন আপনারই চিন্তা করি। আবার যখন কথা বলি তখন আপনারই প্রসংসা করি।

"এ নীরবতা তব কল্পনার বাসস্হান,
এ সরব জবানতো তব স্তুতি বয়ান।"

❗৪৫❗

واذا سمعت فعنك قولا طيبا
واذا نظرت فما اري الاك

অর্থ: যখন কিছু শুনি, তখন আপনারই কোন উত্তম বানী শুনি। যখন কিছু দেখি, তখন শুধু আপনাকেই দেখি ।"

"এ কর্ণ শ্রবণ করেনা তব স্বর্গ-বাণী বিনা,
এ আঁখি বন্ধ রাখি, দেখিনা কিছু তুমি হীনা!"

❗৪৬❗

ﻳﺎ ﻣﺎ ﻟﻜﻲ ﻛﻦ ﺷﺎﻓﻌﻲ ﻓﻲ ﻓﺎﻗﺘﻲ
ﺍﻧﻲ ﻓﻘﻴﺮ ﻓﻲ ﺍﻟﻮﺭﻱ ﻟﻐﻨﺎﻙ

অর্থ: হে আমার মালিক ! আমার প্রয়োজন কালে আপনি আমার জন্য সুপারিশ করুন।
পৃথিবীতে আমি শুধু আপনারই ঐশ্বর্যের মুখাপেক্ষী।

"হে আমার মুনীব! প্রয়োজনকালে তব সুপারিশ মিলে যেন ভালে,
জগতমাঝে তব ভিক্ষার ভিখিরী আমি সর্বকালে!

❗৪৭❗

ﻳﺎﺍﻛﺮﻡ ﺍﻟﺜﻘﻠﻴﻦ ﻳﺎ ﻛﻨﺰ ﺍﻟﻮﺭﻱ
ﺟﺪ ﻟﻲ ﺑﺠﻮﺩﻙ ﻭ ﺍﺭﺿﻨﻲ ﺑﺮ ﺿﺎﻙ

অর্থ: হে জ্বীন-ইনসানের সবচাইতে সম্মানিত। হে সমগ্র মখলুকাতের ধনভান্ডার! আমাকে আপনার দানে ধন্য করুন। আপনার সন্তুষ্টি দিয়ে খুশি করুন।

"হে জ্বীন-ইনসানে সর্বোচ্চ সম্মানীত! হে সৃষ্টির ধনভান্ডার,
তব দানে ধন্য,তব তুষ্টিত পুষ্ট করুন বারংবার!"

❗৪৮❗

ﺍﻧﺎ ﻃﺎﻣﻊ ﺑﺎﻟﺠﻮﺩ ﻣﻨﻚ ﻭ ﺍﻡ ﻳﻜﻦ
ﻻﺑﻲ ﺣﻨﻴﻔﺔ ﻓﻲ ﺍﻻﻧﺎﻡ ﺳﻮﺍﻙ

অর্থ: আমি আপনার করুনার প্রত্যাশী। আপনি ছাড়া সারা জাহানে এই আবু হানীফার  কেউ নেই।

"তব করুণার চির প্রত্যাশী অধম আমি!
তুমি বিনা জগতে আবু হানিফার(রহঃ) কে আছে স্বামী!

❗৪৯❗

ﻓﻌﺴﺎﻙ ﺗﺸﻔﻊ ﻓﻴﻪ ﻋﻨﺪ ﺣﺴﺎﺑﻪ
ﻓﻠﻘﺪ ﻏﺪﺍ ﻣﺘﻤﺴﻚ ﺑﻌﺮﺍﻙ

অর্থ: একটাই আশা, হিসাবের দিনে আপনি আমার জন্য সুপারিশ করবেন। কারণ আমিতো আপনারই রশ্মি আঁকড়ে ধরে আছি।

"একটিই আশা!হিসাব দিবসে চাই! তব সুপারিশ ভরসা!
কারণ! তব রশ্মি আঁকড়ে ধরে, আমি করছি ভরসা"

❗৫০❗

ﻓﻼﻧﺖ ﺍﻛﺮﻡ ﺷﺎﻓﻊ ﻭ ﻣﺸﻔﻊ
ﻭﻣﻦ ﺍﻟﺘﺠﻲ ﺑﺤﻤﺎﻙ ﻧﺎﻝ ﺭﺿﺎﻙ

অর্থ: সবচাইতে মহান সুপারিশকারী সেতো একমাত্র আপনি। যে আপনার আশ্রয়
গ্রহণ করেছে সে আপনার সন্তুষ্টি লাভ করেছে।

"সর্বশ্রেষ্ঠ সুপারীশকারী সেতো একমাত্র তুমি!
যে পেয়েছে আশ্রয়, সে হবে ধন্য স্বর্গ চুমি"

____________

লেখকঃ ইমামে আজম ইমাম নু'মান বিন সাবিত (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন